আমাদের কথা খুঁজে নিন

   

কালো মেঘ.....

আমি বঞ্চিত ব্যথা পথবাসী চির-গৃহহারা যত পথিকের, আমি অবমানিতের মরম-বেদনা, বিষ-জ্বালা, প্রিয়-লাঞ্চিত বুকে গতি ফের। আমি অভিমানী চির-ক্ষুব্ধ হিয়ার কাতরতা, ব্যথা সুনিবিড়, চিত-চুম্বন-চোর কম্পন আমি থর-থর-থর প্রথম পরশ কুমারীর!

বাংলাদেশের উপর দিয়ে বয়ে যাচ্ছে একটি ঘন কালো মেঘ। আমাদের সমুদ্র সিমানা নিয়ে ভারত ও মিয়ানমার একসাথে তাদের বলে দাবী করছে। অপর দিকে মিয়ানমার সিমান্তে তাদের সেনা সমাগম ঘটাচ্ছে আর এসব বিষয় আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হচ্ছে সব কিছু স্বাভাবিক আছে। অপর দিকে এশিয়ান হাইওয়ের নামে ভারতকে করিডোর দেওয়ার জন্য সরকারের যে নমনীয় মনোভাব তা দেখে যেকোন সচেতন নাগরিকের উদ্বিগ্ন হওয়াই স্বাভাবিক।

এদিকে সরকার বঙ্গবন্ধু হত্যা মামলা কার্যক্রম পুনরায় শুরু করেছে....। ইতি মধ্যেই এই মামলার অন্যতম আইনজিবী ব্যারিষ্টার ফজলে নূর তাপসের উপর হামলা হয়েছে। সেই হামলার দোষীদের খোঁজতে শুরু করেছে গোয়েন্দা বিভাগ, তবে যাদেরকে সন্দেহভাজন হিসেবে ধরা হয়েছে তাদের অনেকেই বঙ্গবন্ধু হত্যা মামলায় অভিযুক্তদের আত্মীয়। এখানেও আসলে জনমনে নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। আসলেই এরা কি এই ঘটনার সাথে জরিত? নাকি এই ঘটনার প্রকৃত অপরাধীদের আড়াল করতেই সরকার এসব করছে।

তবে ঘটনা যাইহোক । প্রকৃত অপরাধীদের খোঁজে বের করে তাদের শাস্তি নিশ্চিত করা হবে এটাই জাতির প্রত্যাশা। কারন বঙ্গবন্ধূ হত্যা মামলার বিচার এটা এই দেশের শান্তি প্রিয় সকল মানুষের দাবী, জাতি এই অভিসাপ থেকে মু্ক্তি পেতে চায়। পাশাপাশি অন্যান্য সকল হত্যা কান্ডের বিচার হোক এটাও সকলের কামনা। কোন বিচারের বাণী যেন নিভৃতে না কাঁদে।

তবে যে বিষয়টা সবচাইতে বেশী উদ্বিগ্ন করে সেটা হচ্ছে দেশের আইন শৃঙ্খলা? সত্যিই দেশের আইন শৃঙ্খলার অবস্থা বড়ই নাজুক। কিন্তু সরকারের আইন শৃঙ্খলার দায়িত্ব ও কর্তব্যে নিয়োজিত ব্যক্তিবর্গ যেন কোনভাবেই এই কথাকে মেনে নিতে নারাজ। তবে একটি গনতান্ত্রিক সরকার ক্ষমতা গ্রহনের পরে দেশে স্বাভাবিক অবস্থা বিরাজ করবে দ্রব্যমূলর দাম মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসবে এবং সরকারের দেওয়া ওয়াদা মোতাবেক দেশে প্রতিটি ঘরে ঘরে একটি করে চাকরি দেবে এই আশায় মানুষ বুক বেঁধেছিল। কিন্তু মানুষ বড়ই হতাশ আজকের পরিস্থিতি দেখে। এই দেশের মানুষ এখনও আশা করতে চায় সরকার তার দেয়া ওয়াদা পুরন করবে অন্তত ১০টাকা কেজি চাউল না খাওয়ালেও সাধারণ মানুষের ক্রয় সাধ্যের মধ্যে নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দাম থাকবে এবং চলমান আইন শৃঙখলার যে অবনতি, প্রতিবেশী দেশ সমূহের সাথে যে বিরোধ তার একটি যৌক্তিক সমাধান আমাদের স্বার্থ রক্ষা করে সরকার করবে এই বাংলাদেশের আকাশ থেকে কালো যে মেঘ জমে আছে তা কেটে যাবে এটাই সকলের কামনা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।