আমাদের কথা খুঁজে নিন

   

মালিকানার ইতিহাসে

কবিতা

যেখানেই খালি পাও খুঁজে পাবে নিশ্চয়ই কিছু না কিছু তার চেয়ে বেশি ক্ষমতার নিশানা দেখো কত তীক্ষ্ণ কত উঁচু জলে স্থলে আসমান-জমিন-সবখানে এক নিরঙ্কুশ দখলদারি হরদম চলে মগজের পাতায় পাতায় দরিয়ার অতল তলে উঁচু নিচু অনেক গভীর, ভাসমান ভাষা- কোথাও খালি নাই সময়ের মধ্যে বস্তুর জ্যামিতি বেহাত হয়ে গেছে যেমন বেহাত হয়ে গেছে মাটির সীমানা ভেতর বাহির দখল হয়ে গেছে নদীর দেহবীজ, মঙ্গল-বৃহস্পতি দখল হয়ে গেছে পানির বহতা বাতাসের অবাধ গতি তার চেয়ে অনেক বেশি অবাধ হল নফসের ষোলকলা এবং অনেক বেশি বেহাত হল প্রকৃতির প্রকৃতি মূলত মালিকানার ইতিহাসে কোন কিছুই শূন্য থাকে না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.