আমাদের কথা খুঁজে নিন

   

শেবাগ ১৭৫, ভারত ৩৭০



‘ওয়ানডে ক্রিকেটে কখনোই ৫০ ওভার ব্যাটিং করিনি। এবার পুরো সময় ধরে ব্যাটিং করে দলকে ভালো সূচনা এনে দেওয়ার চেষ্টা করব আমি। ১০ বছর ধরে এ চেষ্টা করেছি, কিন্তু একবারও সফল হইনি’—এক সপ্তাহ আগে কথাগুলো বলেছিলেন বীরেন্দর শেবাগ। বিশ্বকাপের উদ্বোধনী দিনেই স্বপ্নময় ইনিংসের কাছাকাছি চলে গিয়েছিলেন, শেবাগ সফল হননি আজও। খেলেছেন ৪৭.৩ ওভার পর্যন্ত।

কিন্তু এ সময়ের মধ্যে তিনি যা করে গেছেন, তাতেই এলোমেলো হয়ে গেছে প্রতিপক্ষ বাংলাদেশের স্বপ্ন। শেবাগ খেলেছেন ১৭৫ রানের এক ঈর্ষণীয় ইনিংস। সঙ্গে বিরাট কোহলির অপরাজিত ১০০ রান মিলিয়ে ভারতের সংগ্রহ দাঁড়িয়েছে চার উইকেটে ৩৭০ রান। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দিবা-রাত্রির এই ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন সাকিব আল হাসান। সাকিবের সিদ্ধান্তের প্রতি চ্যালেঞ্জ জানিয়েই যেন শুরু থেকেই টাইগারদের ওপর ঝাঁপিয়ে পড়েন ভারতের দুই উদ্বোধনী ব্যাটসম্যান বীরেন্দর শেবাগ ও শচীন টেন্ডুলকার।

ম্যাচের ১১তম ওভারে রান আউট হয়ে সাজঘরে ফেরেন ২৮ রান করা শচীন। এরপর গৌতম গম্ভীরকে নিয়ে এগিয়ে যাচ্ছিলেন শেবাগ। দলীয় ১৫২ রানে ৩৯ রানে থাকা গম্ভীরকে বোল্ড করেন মাহমুদউল্লাহ। তাই বলে থেমে থাকেনি ভারতের রানের চাকা। শেবাগ তাঁর স্বভাবসুলভ খেলাটাই খেলেছেন।

সমান তালে খেলেছেন বিরাট কোহলিও।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।