আমাদের কথা খুঁজে নিন

   

"বীরেন্দ্র শেবাগ"- তুই কি জারুজ সন্তান ?

আমি বুঝিনা, মানুষ কেন বোঝেনা যে কুকুরের বাঁকা লেজ শত চেষ্টা করলেও সোজা হয়না। বাংলাদেশের কাছে বড় বড় টুর্নামেন্টে বার বার রাম ধোলাই খাওয়ার পরও লজ্জা হয়নি বলেই "বীরেন্দ্র শেবাগ" বার বার বাংলাদেশকে খোঁচা মারার চেষ্টা করে। ছাগলটার অবস্থা এতটাই খারাপ যে ঘুমাতে গেলেও মন হয় বাংলাদেশকে নিয়ে দুঃস্বপ্ন দেখে, আর তাই কথায় কথায় বাংলাদেশকে অকারনে টেনে আনে। আরে কুকুর, যদি লজ্জা থাকত তবে বড় বড় টুর্নামেন্টে বাংলাদে শের মত নবীন দলের কাছে হেরে বিদায় নিতি না, আর বার বার একটা ছোট দলকে নিয়ে এত কথা বলতি না। আর তাছাড়া এটাও সবাই জানে যে, তোরা ঘড়ের মাটিতে বাঘের মত গর্জন করলেও বিদেশের মাটিতে গেলে লাত্থি খেয়ে নেড়ি কুকুরের মত কেউ কেউ করতে করতে ঘড়ে ফিরিস। তাই তোর মত কুকুরের মুখে বাংলাদেশের কথা না বলাই উত্তম। ব্যবহার কাকে বলে তা বুঝতে শেখ, তুই কি জারুজ সন্তান নাকি?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।