আমাদের কথা খুঁজে নিন

   

লস্ট ??? ইয়েস.....হিউমিলিয়েশন???নো !!!!

বিনা যুদ্ধে নাহি দিব ছাড়,সূচাগ্র মেদিনীর অধিকার.... ।
প্রথমবারের মত বিশ্বকাপ ক্রিকেটের স্বাগতিক হয়েছে আমার বাংলাদেশ। তার ওপর সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ক্রিকেটদলের দারুন সাফল্যে স্বাভাবিকভাবেই প্রত্যাশার পারদ চড়িয়েছে দেশবাসী। আশা ছিলো ভারতকে হারিয়েই বিশ্বকাপ যাত্রা শুরু করবে বাংলাদেশ.......প্রত্যাশাটা কি অযাচিত ?? না । কোন দলই অবধ্য নয়,তাছাড়া বাংলাদেশের সাম্প্রতিক পারফরমেন্সও দূর্দান্ত ছিলো মানতেই হবে।

তাছাড়া ব্যাটিং লাইনআপ যথেষ্ঠ শক্তিশালী হলেও ভারতের বোলিং লাইনআপ আহামরি এমন কিছু নয় যাকে সমীহ করতে হবে। আমি এবং আমার মত সকল বাংলাদেশী বিশ্বাস করে নিজে থেকে উইকেট বিলিয়ে দিয়ে না আসলে ভারতের নিম্নমানের বোলিংয়ে পৃথিবীর কোন দলই অলআউট হতে পারেনা। সবাই আজ খেলার দেখার পূর্বে সবাই যত আগ্রহ নিয়ে বসেছিলো,তা উড়ে যেতে বেশি সময় লাগেনি। অনেকেই শফিউলকে বকাঝকা করছেন এলোমেলো বোলিংএর জন্য ,কেউ কেউ সাকিবকে গালমন্দ করেছেন আগে ফিল্ডিং করার জন্য। মাশরাফি-আশরাফুলের জন্য হাহাকারও আছে।

মনে রাখুন,শফিউল বিশ্বকাপের মত বড় আসরে নবীন,মানসিক চাপ অনেক বেশিই পড়ার কথা । লাইন এলোমেলো হতেই পারে,শিখে নেবে । পোড় খাওয়া মানুষের চেয়ে খাটি মানুষ কয়জন হয়? সাকিব নিজে থেকে এই ডিসিশন নেয় নি,তার সাথে অবশ্যই টীম ম্যানেজমেন্টও টসে জেতার পর করনীয় নিশ্চয়ই ঠিক করে রেখেছিলো....সুতরাং শুধু সাকিবকে গালমন্দ করে কি লাভ? তাতে আমাদের আজকের ম্যাচের রেজাল্ট তো আর পরিবর্তন হবেনা । মাশরাফি আমাদের পেস বোলিংয়ের প্রধান অস্ত্র,তা অভিজ্ঞতা বাংলাদেশের জন্য খুব দরকার ছিলো-তা আজ প্রমান হয়ে গেলো। কিন্তু ইনজুরিগ্রস্ত মাশরাফিকে নিয়ে এখন কিছু বলে কি লাভ?বরং কিছু পত্রিকা মাশরাফিকে নিয়ে ,তার কাছ থেকে খুঁচিয়ে কিছু সস্তা স্কুপ বের করে গোটা টীমের ভেতর একটা গুমোট পরিবেশ তৈরী করে রেখেছে গত কিছুদিন ধরেই ।

আমাদের যেখানে একতাবদ্ধ থেকে দারুনভাবে স্বপ্নময় বিশ্বকাপ শুরু করার কথা,তার অত্যন্ত্ প্রয়োজনীয় অংশ-টীমের একতাবোধ,তা নষ্ট করার পিছনে কিছু পত্রিকার মাশরাফি-কথন আর আশরাফুলের ''একা একা নেট প্র্যাকটিস'' করার সংবাদ যে ড্রেসিংরুমে বিব্রতকর অবস্থার সৃস্টি করেনি,তার নিশ্চয়তা কে দেবে? আমাদের ক্রিকেট টীমের দোষ অনেক থাকতে পারে,অনেক খেলোয়াড়ই সময়মত পারফর্ম না করতে পারে,খেলায় ভুল সিদ্ধান্ত নেওয়াও হতে পারে। কিন্তু আমরা,সমর্থকদের কখনোই তাদের ছেড়ে যাওয়া উচিত মনে করিনা। তাছাড়া আমাদের প্লেয়াররা কি এমন বাজে খেলেছে??সামর্থ্যের সবটুকু পাওয়া গেলে হয়তো আজ জিতেই যেত বাংলাদেশ....... তবে অনভিজ্ঞতা,চাপ আর ভুল কিছু সিদ্ধান্ত থাকতেই পারে,সবই খেলার অংশ । টাইগাররা সবকিছু ঠিকসময়ে শিখে নেবে,আশা করাই যায় । সাফল্যে এসে সঙ্গী হবো,বাজে খেললে গালমন্দ করবো....... তাহলে আর নিজের দেশকে সমর্থন দেওয়ার কি দরকার,যে দেশ নিয়মিত জিতে চলেছে,তাদেরই সমর্থন করি,কি বলেন?? আমি আশা করি শুধু বাংলাদেশি ক্রিকেট টীম প্লেয়াররা ''টাইগার্স'' নামে পরিচিত হবে না,সাথে আমরা সমর্থকরাও "টাইগার্স'' নামে পরিচিত হই......খেলোয়ারদের পাশাপাশি আমরাও লড়াকু মানসিকতা বজায় রাখবো , হারার আগে হারবো না........ শেষ পর্যন্ত সমর্থন দিয়ে যাবো।

জাহাজডুবির পূর্বে ইদুঁরেরা আগে জাহাজ ত্যাগ করে,কিন্তু বাংলা টাইগার্স নামে পরিচিত ক্রিকেট-টীমের সমর্থকরাও টাইগার,তাই তারা বিপদেও পালাবেনা । আসুন আমরা বাংলাদেশ ক্রিকেট টীমকে বিপদে-আপদে,দূর্যোগে-দুঃসময়ে,সর্বদাই সমর্থন দিয়ে যাই,ভারতীয় বা ইংলিশ মিডিয়ার মত মাথায় তুলে ছুড়ে না ফেলি। হার-জিত খেলার অংশ,বহুল প্রচলিত কথা...... আমরা হেরেছি ,ঠিক আছে,কিন্তু এই হারের ফলে অপমানিত হয়েছি?? কক্ষনোই না! অ্যা টাইগার নেভার লুজেস ইটস ফাইটিং স্পিরিট ...... কাম অন টাইগার্স !!
 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.