আমাদের কথা খুঁজে নিন

   

শৈলকুপায় র‌্যাব-পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে নিহত দুই চরমপন্থী

সাংবাদিক, শিক্ষক

ঝিনাইদহের শৈলকুপায় পুলিশ ও র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে জাসদ গণবাহিনীর অঙ্গ সংগঠন কালু বাহিনীর সেকেন্ড ইন কমান্ড মধুসহ দু’জন নিহত হয়েছে। শুক্রবার ভোর সাড়ে ৩টার দিকে শৈলকুপা উপজেলার জয়ন্তীনগর গ্রামের একটি কলাবাগানে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহতরা হল কালু বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ঝিনাইদহের শৈলকুপার শান্তিডাঙ্গার আবদুর রশিদের ছেলে মসিউর রহমান ওরফে মধু ও তার সহযোগী হরিণাকুণ্ডু উপজেলার পদ্মনগর গ্রামের গোলাপ ব্যাপারীর ছেলে সালাউদ্দিন ওরফে দুলাল। ঘটনাস্থল থেকে একটি পুরনো থ্রি নট থ্রি রাইফেল, একটি নাইন এমএম পিস্তল, দুটি সাটার গান, ৯ রাউন্ড গুলি এবং ৩টি রামদা, নগদ টাকা, ফেনসিডিলের দুটি খালি বোতল উদ্ধার দেখানো হয়েছে। নিহত মধুর বিরুদ্ধে ৫টি হত্যাসহ ৭টি এবং দুলালের বিরুদ্ধে ২টি হত্যাসহ ৪টি মামলা রয়েছে বলে পুলিশ জানায়।

ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের কমান্ডার মেজর সাখাওয়াত হোসেন জানান, শুক্রবার ভোররাত সাড়ে ৩টার দিকে চরমপন্থী জাসদ গণবাহিনীর সদস্যরা শৈলকুপা উপজেলার জয়ন্তীনগর গ্রামে কালী নদীর পাড়ে একটি কলাবাগানে গোপন বৈঠক করছে এ খবর পেয়ে র‌্যাব ও পুলিশ সেখানে যৌথ অভিযান চালায়। এসময় র‌্যাব ও পুলিশের ওপর গুলি ছোড়ে চরমপন্থীরা। পাল্টা গুলি চালালে বন্দুকযুদ্ধ শুরু হয়। প্রায় আধা ঘণ্টা স্থায়ী এ যুদ্ধের পর ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় মসিউর রহমান মধু ও সালাউদ্দিন দুলালকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত বলে ঘোষণা করেন।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) ছগির মিঞা জানান, নিহতরা কুষ্টিয়াভিত্তিক চরমপন্থী দল জাসদ গণবাহিনীর কালু বাহিনীর সদস্য। এদিকে নিহতদের পরিবারিক সূত্র জানায়, এক মেয়ে দুই ছেলের জনক দুলাল কৃষি কাজ করে। সাম্প্রতিক সময়ে হরিণাকুণ্ডুর রঘুনাথপুরে মাসুদ ও শরিফুল নামে দুই ব্যক্তি খুন হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় আসামি করা হয় দুলালকে। এ থেকে পলাতক ছিল সে।

গত মাসের ২৪ তারিখে আইন-শৃংখলা বাহিনীর পরিচয় দিয়ে ঢাকার মিরপুর শেওড়াপাড়ার একটি বাসা থেকে ধরে নেয়া হয় তাকে। সেই থেকে পরিবারের লোকজন তার কোন সন্ধান পায়নি।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.