আমাদের কথা খুঁজে নিন

   

শৈলকুপায় আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৩০

সর্বদা আপডেট

0% আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহের শৈলকুপায় অচিন্তপুর ও হারুনদিয়া গ্রামে আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে রোজদার আলী মণ্ডল (৪০) নামে একজন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৩০ জন। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, উপজেলার ৩ নং দিগনগর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন খান ও সাবেক চেয়ারম্যান সদ্য আওয়ামীলীগে যোগদানকারী সামছুজ্জামান খান পান্না (পান্না খাঁন) গ্রুপের মধ্যে দীর্ঘদিনের সংঘর্ষের জের ধরে আজ সকাল সাড়ে ১০ টার দিকে ইউনিয়নের দেবতলা, অচিন্তপুর, হারুনদিয়া, কৃষ্ণনগর, দহকোলা গ্রামের লোকজন রামদা, ঢাল, ভেলা, বল্লমসহ অচিন্তপুর গ্রামে ব্যাপক সংঘর্ষে লিপ্ত হয়।

এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে নাসির উদ্দীন খান গ্রুপের রোজদার আলী মণ্ডল ঘটনাস্থলেই নিহত হয়। আহত অন্যান্যদেরকে শৈলকুপা ও ঝিনাইদহ সদর হাসপাতাল সহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক। সংঘর্ষের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ পান্না খাঁন সমর্থিত অচিন্তপুর গ্রামের নজির মেম্বারসহ মোট ১৮ জনকে আটক করেছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.