আমাদের কথা খুঁজে নিন

   

ক্ষমতা পাকা চাই

বিপদের সময় বন্ধ চেনা যায় ক্ষমতা পাকা চাই রাজাঃ দেখিয়াছ বেটা কত লাঠিসোঁটা, লাশ পড়বে তো হাজারে, উজিরঃ রাজা, নয় ওটা লাঠি, হতে পারে শিকড়, ভয় এত কিসেরে! রাজাঃ চুপ রও, চিননা তো কিছু, থাক পিছু পিছু,মাথা করে নিচু, উজিরঃ দিয়েছেন ছায়্‌ মনে বড় মায়া, আপনাকে রাখিবো উঁচু। রাজাঃ কথা নয় কাজ চাই ক্ষমতা পাকা চাই, দূর কর সব ঝামেলা, উজিরঃ যাবেনা ক্ষমতা, কিসের এত সমতা, না হয় হবে এক কারবালা। রাজাঃ আমার পক্ষের যারা, কর নাকো তাড়া, ওরা করবে সহায়তা, উজিরঃ আর নয় দেরি, শুরু করি তাড়াতাড়ি, পেয়ে যাবেন শুভ বারতা। রাজাঃ তাই যদি হয়, দেরি নাহি সয়, কর এক্ষনি কথার সম্মেলন, উজিরঃ আগুন জ্বলবে, মসনদ না টলবে, উনারা করবে জাগরন। রাজাঃ এত কথা কেন বল, সরিয়ে নেও আলো, কাজে আসবে সরাতে, উজিরঃ বলিয়াছেন যাহা, হবেই তাহা, ওদের রাখবনা ধরাতে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.