আমাদের কথা খুঁজে নিন

   

সংখ্যালঘুকে যে ক্ষমতা দেয়া হয় সংখ্যাগুরুর সুবিধার্থে, সে ক্ষমতার অপব্যবহার হতে শুরু করলে সে ক্ষমতা হ্যাচকা টানে কেড়ে নেয়ার ক্ষমতাও সংখ্যাগুরুর থাকা উচিত..

যা ইচ্ছে তাই ..যাই লিখে যাই.. ইচ্ছে মতো ভাবনা ছড়াই... ভাবনা গুলোও এলো মেলো...পদ্য নাকি গদ্য হলো...কে জানে তা.... সে জানা নাই.. প্রতি কতজনে এক জন ডাক্তার? প্রতি কত জনে একজন পুলিশ? প্রতি কতজন নাগরিকের জন্য একজন সাংসদ? প্রতি কতজন সাধারন জনগনের জন্য একজন ক্ষমতাধর মন্ত্রী? প্রতি কতজন অপরাধীর জন্য একজন ক্ষমাশীল রাষ্ট্রপতি? প্রতি কতজন প্রতিবাদীর জন্য একজন নিপীড়ক? গননিপীড়ন কি ভাবে হয়? সংখ্যানুপাত হিসেব কি জানা নেই? সংখ্যালঘুকে যে ক্ষমতা দেয়া হয় সংখ্যাগুরুর সুবিধার্থে, সে ক্ষমতার অপব্যবহার হতে শুরু করলে সে ক্ষমতা হ্যাচকা টানে কেড়ে নেয়ার ক্ষমতাও সংখ্যাগুরুর থাকা উচিত বা আছে....দরকার শুধু ঘুরে দাড়াবার....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।