আমাদের কথা খুঁজে নিন

   

উইন্ডোজ থেকেই লিনাক্সের ব্যবস্থা



যারা কম্পিউটারে দুইটি অপারেটিং সিস্টেম একসাথে ব্যবহার করেন (ডুয়াল বুট) অর্থাৎ একই সঙ্গে উইন্ডোজ আর লিনাক্স ব্যবহার করেন, তারা নিশ্চয়ই খেয়াল করে দেখেছেন লিনাক্স থেকে উইন্ডোজের ফাইল ব্যবস্থায় ঢোকা গেলেও বিপরীতটি করা যায় না। অর্থাৎ লিনাক্স থেকে উইন্ডোজ ফাইল ব্যবস্থায় (FAT32, NTFS) থাকা ফাইল ব্যবহার করা গেলেও উইন্ডোজ চালানোর সময় লিনাক্সের পার্টিশনে (ext2, ext3) থাকা ফাইল access করা যায়না। Ext2IFS নামের একটি বিনামূল্যের software দিয়ে উইন্ডোজ থেকেই লিনাক্সের ext2, ext3 ইত্যাদি অংশে থাকা ফাইল ব্যবিহার করা যায়। Ext2IFS নামের software-টি পাওয়া যাবে View this link ঠিকানার website থেকে। এবার সেটি নামিয়ে install করে নিন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.