আমাদের কথা খুঁজে নিন

   

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ওপেনিং সেরেমনি ঝলক এবং ডাউনলোড

আমি শারিফ শাব্বির ঢাকা থেকে। পড়েছি সাংবাদিকতা আইইউবিতে। পড়াশোনা ইংলিশ মিডিয়ামের ও লেভেল-এ লেভেল। ইংলিশ মিডিয়ামের হলেও আমি কিন্তু বাংলা ভালই পারি।
বিশেষ ড্রষ্টব্যঃ নিম্নোক্ত ব্লগ পোস্টটি একটু বেশি লম্বা।

কেউ বিরক্ত হবেন না বলে আশা করি। দেশের মাটিতে প্রথম ক্রিকেট বিশ্বকাপ নিয়ে একটু বড় লেখা না দিলে কি হয়! বানান ভুল হলে লেখক ক্ষমাপ্রার্থী। গতকাল বাংলাদেশ সহ পুরো বিশ্ব দেখল বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত আইসিসি ক্রিকেট বিশ্বকাপের জমকালো ওপেনিং সেরেমনি। বাংলাদেশ আবারো তার সক্ষমতা তুলে ধরেছে বিশ্ববাসির কাছে। সবাই বাংলাদেশের আয়োজনের ভূয়সী প্রশংসায় পঞ্চমুখ ছিল।

গতকালের ক্রিকেট মহাযজ্ঞের বেশ ভাল রিভিউ এসেছে মিডিয়াতে। ইএসপিএন-স্টার ডট কমের রিভিউগুলোর লিংক সূমহঃ ১) লিংক এক ২) লিংক দুই ৩) লিংক তিন বিবিসির খবর এর লিংক এখানে বিবিসির করা অনুষ্ঠানের ফটো স্লাইড শো এখানে সিএনএনের খবর এর লিংক এখানে গতকালের আয়োজনের কিছু চিত্রাবলিঃ অন্যান্য গতকালের আয়োজনে পরিবেশন করা হয় আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১১ এর ওয়েলকাম সং যার সংগীতায়োজনে ছিলেন ইবরার টিপু, গেয়েছেন মিলা, কণা, বালাম, তপু ও অর্ণব। গানটির ভিডিও দেখুন ইউটিউবে। গানটির ৬ মেগাবাইট সাইজের এমপিথ্রি ডাউনলোড করুন বিনামূল্যে এখানে গতকালের আয়োজনে প্রদর্শন করা হল বিউটিফুল বাংলাদেশ নামের এক অসাধারণ প্রমো। প্রমোটি দেখুন ইউটিউবে।

আর যারা গতকালের অনুষ্ঠান মিস করেছেন তাদের চিন্তার কোনো কারণ নেই। ইউটিউবে চলে এসেছে গতকালের আয়োজনের পুরোটাই। নিচের লিংকগুলো থেকে দেখে নিন গতকালের ক্রিকেটের মহাযজ্ঞ। ১) লিংক এক ২) লিংক দুই ৩) লিংক তিন ৪) লিংক চার ৫) লিংক পাঁচ ৬) লিংক ছয় ৭) লিংক সাত ৮) লিংক আট ৯) লিংক নয় ১০) লিংক দশ ১১) লিংক এগারো ১২) লিংক বারো ১৩) লিংক তের ১৪) লিংক চৌদ্দ ১৫) লিংক পনেরো ১৬) লিংক ষোলো ১৭) লিংক সতের ১৮) লিংক আঠারো ১৯) লিংক ঊনিশ ২০) লিংক বিশ ২১) লিংক একুশ ২২) লিংক বাইশ টিপসঃ ইউটিউব থেকে কোনো ভিডিও ডাউনলোড করতে চাইলে ভিজিট করুন কিপভিড অথবা কিপ-টিউব সাইটে। এই দুই সাইটের জন্য আপনার পিসিতে জাভা ইন্সটল করা থাকতে হবে।

পিসিতে জাভা না থাকলে এখান থেকে নামিয়ে নিন। বিদায় বার্তাঃ নিঃসন্দেহে গতকালের ক্রিকেট বিশ্বকাপের ওপেনিং বাংলাদেশ বেশ সুন্দর করে আয়োজন করেছে। যারা আয়োজক ছিলেন তাদের প্রতি জানাই অনেক অনেক শুভেচ্ছা। বাংলাদেশ ভবিষ্যতেও এই রকম আরো বিশ্বমানের অনুষ্ঠান আমাদের উপহার দেবে -এটাই আমাদের সবার আশা। আমার এই ব্লগ পোস্টটি ভাল লেগে থাকলে আপনার মন্তব্য দিতে ভুলবেন না যেন! সবাইকে ধন্যবাদ।

শারিফ আহমাদ শাব্বির ইমেইলঃ ওয়েবসাইটঃ ঐশ্বর্য টুইটারঃ ঐশ্বর্য সাইট গুগল বাজঃ শারিফ শাব্বির স্ক্রিবডঃ ঐশ্বর্য
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.