আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকায় আইসিসি পরিদর্শক দল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মাঠ ও সুযোগ-সুবিধা বিষয়ক ব্যবস্থাপক সৈয়দ আব্দুল বাতেন জানান, “শুক্রবার সন্ধ্যায় চার সদস্যের পরিদর্শক দল ঢাকায় এসে পৌঁছেছে। শনিবার থেকে ভেন্যু পরিদর্শন শুরু করবেন তারা।” শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে যাবে পরিদর্শক দল। রোববার সিলেট, সোমবার ফতুল্লা এবং মঙ্গলবার চট্টগ্রাম ও কক্সবাজারে যাবেন তারা। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সব ভেন্যু ৩০ সেপ্টেম্বরের মধ্যে আইসিসিকে বুঝিয়ে দিতে হবে বিসিবিকে। অন্য কোনো ভেন্যু নিয়ে সমস্যা না থাকলেও সিলেট ও কক্সবাজার নিয়ে সন্তুষ্ট নয় আইসিসি। এই দুই ভেন্যুর বিকল্প হিসেবে ফতুল্লা ও বিকেএসপির দুটি মাঠ প্রস্তুত রেখেছে বিসিবি।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।