আমাদের কথা খুঁজে নিন

   

একটি বিচ্ছিন্ন ঘটনার কারণে আইসিসি খেলার ভেন্যু পরিবর্তন করতে পারেনা: আইসিসি প্রধান নির্বাহী লরগাত



ক্রিকেটারদের বহনকারী বাসে ক্রিকেটভক্তদের ঢিল ছুঁড়ে মারার ঘটনায় হতাশা প্রকাশ করলেও বাংলাদেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট আইসিসি । এই ঘটনায় বিশ্বকাপের পরবর্তী ম্যাচগুলো ঢাকা থেকে সরিয়ে নেয়ার চিন্তাভাবনা করছেন না বলে জানিয়েছেন আইসিসির প্রধান নির্বাহি হ্যারন লরগাত। আজ ভারতের চেন্নাইয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি ঢাকাকে বিশ্বকাপ ভেন্যু হিসেবে বাতিল করার বিষয়টি নাকচ করে দেন। লরগাত জানান: একটি বিচ্ছিন্ন ঘটনার কারণে আইসিসি খেলার ভেন্যু পরিবর্তন করতে পারেনা। লরগাত বলেন: দায়িত্বপ্রাপ্ত পুলিশ ঘটনার সাথে সংশ্লিষ্ট কয়েকজনকে গ্রেফতার করেছে। এ ধরনের বিচ্ছিন্ন ঘটনা সামাল দিতে নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট সতর্ক । এ ঘটনা থেকে আইন শৃঙ্খলা বাহিনী আরো কঠোর হবে এবং কখনোই এ ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে আশা করেন আইসিসি প্রধান নির্বাহী। ক্রিক ইনফোতে আইসিসি প্রধান নির্বাহীর খবরটি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.