আমাদের কথা খুঁজে নিন

   

বাসায় থাকার মধুর অসুবিধা(যে সব কথা বেশি বেশি শোনতে হয়)



1. এখনও ঘুম থেকে উঠলে না দুপুর হইয়ে গেল তো(At 7:00-8:00 AM) । 2. তারাতারি খেতে আস । 3. খাবারের পরিমানটা আর একটু বাড়ানো যায় না ? 4. পুরো গ্লাস দুধ শেষ কর । 5. এত কম খেলে তো বাচঁবে না । 6. আজ কি খাবে ? 7. কোথায় যাচ্ছ ? 8. তারাতারি ফিরবে।

9. এত দেরি হল কেন ? 10. মোবাইল অফ ছিল কেন ? 11. বাড়িতে এসে পড়া লেখার কথা কি ভুলে গেলে,একটু পড়লে কি ক্ষতি হয় ! 12. অমুক দাদা-দাদী তমুক নানা-নানী তোমাকে দেখতে চেয়েছে, দেখা করে আসও । 13. দিনে একটু ঘুমালে কি হয় । 14. কি গান যে শোন এসব, এগুলো গান নাকি চিৎকার ? 15. তুমি এখনও বড় হলে না! 16. অনেক রাত হল ঘুমাতে যাও(At 12:00 AM) । 17. এখনও ঘুমাতে গেলে না,অসুস্থ হয়ে যাবে তো(At 1:00-2:00A M) । আর আমি যে কথা বেশি বলি তা হল: ১।

পারব না

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.