আমাদের কথা খুঁজে নিন

   

বাসায় সাবান প্রস্তুত করুন

কামরুল কেমিস্ট রসায়ন অবশ্যই মজার বিষয়। আর সে মজাটাকে উপভোগ্য করার জন্য এখন আপনাদের শিখিয়ে দেয়া হবে, কিভাবে বাসায় সাবান প্রস্তুত করতে পারবেন। যা যা লাগবেঃ ১. ৫০ মিঃ লিঃ নারিকেল তেল ( প্যারাসুট নারিকেল তেলের ৫০ মিলির প্লাস্টিক বোতল পাওয়া যায় ) , ২. ৫০ গ্রাম সোডিয়াম হাইড্রক্সাড NaOH ( এতো কঠিন নাম মনে রাখার দরকার নাই, দোকানে গিয়ে কস্তিক সোডা বললেই দিয়ে দিবে ) ৩. লবন। কি করতে হবেঃ ১. ছোট একটি করাই (পাতিল) নিন। ২. তাতে তেল ঢেলে দিন ।

৩. একটু গরম করুন ( ১ মিনিট হলে হবে ) ৪. সাবধানে তেলের সাথে কস্তিক সোডা মেশান । ৫. কিছুক্ষন গরম করুন। ৬. যখন দেখবেন করাই এ সাদা সাদা শক্ত বস্তু ( সাবান ) দেখা যাচ্ছে তখন করাই নামিয়ে ফেলুন। ৭. এবার পাত্রে হাল্কা পরিমান লবন দিন ( গ্লিসারিন থেকে সাবান আলাদা করার জন্নে লবন দিতে হবে, লবন না দিলে ও হবে – এ লাইন টুকু না বুজলে ও চলবে ) ৮. সাবান রোঁদে শুকিয়ে নিন। ৯. সাবানের নির্দিষ্ট আকার দিন।

ব্যাস , প্রস্তুত হয়ে গেল সাবান। বাসায় প্রস্তুত করা এ সাবান অধিক ক্ষার যুক্ত , তাই ব্যবহার করার সময় সাবধান থাকুন । সতরকতাঃ ১. করাই এ কস্তিক সোডা ঢালার সময় সাবধান থাকতে হবে । ২. এ সাবান অধিক ক্ষার যুক্ত , তাই বাচ্চাদের হাতে দিবেন না । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.