আমাদের কথা খুঁজে নিন

   

আপনাদের প্রোফাইক পিকচার ও কণার গান : একটি ফান মিউজিক ভিডিও

এটা আমার জন্য অনেক সুখকর যে, আমি এখন ব্লগ ও ফেইসবুক থেকে নিজেকে আসক্তিমুক্ত রাখতে পারছি। পরিবার ও পেশাগত জীবনের কর্মব্যস্ততা অনেক আনন্দের। ... ব্লগে মনোযোগ দিতে পারছি না; লিখবার ধৈর্য্য নেই, পড়তে বিরক্ত লাগে।

এই নীলাকাশ ছোট্ট মানুষ ছোঁয়ার স্বপ্ন দেখছে রে লাল কলমে সেই কাহিনী কেউবা বসে লিখছে রে লাফ দিয়ে স্বপ্নটা ধরতে আকাশে সবাই চায় উড়তে কণার এ অসাধারণ গানটি কোনো একটা টিভি সিরিয়ালের থিম-সং ছিল; অনেক খুঁজেছি আগে। কিছুদিন আগে ইউ-টিউবে পেলাম।

উঠতি কণা আমার অনেক ফেভারিট একজন গায়িকা। ওর গান আমাকে ভীষণ আপ্লুত করে। গানের রচয়িতা ও সুরকারের নাম আমার জানা নেই, কিন্তু জানতে চাই। কারো জানা থাকলে প্লিজ জানাবেন। যাঁরা আগে এ গানটি শোনেন নি, তাঁদেরকে এ গানটির সাথে পরিচয় করিয়ে দেয়াই হলো মূল উদ্দেশ্য।

নিছক ফান করার উদ্দেশ্যে আপনাদের প্রোফাইল ঘেঁটে ছবি নিয়ে 'চলচ্চিত্রে' রূপ দিয়েছি। যাঁদের সাথে এ যাবত আমার সবচেয়ে বেশি যোগাযোগ হয়েছে ফেইসবুকে, তাঁদের নাম যদ্দূর মনে করতে পেরেছি, এখানে যুক্ত করেছি। কেউ বাদ পড়ে থাকলে দয়া করে ক্ষমা করবেন বন্ধুরা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.