আমাদের কথা খুঁজে নিন

   

মাননীয় আওয়ামী লীগ, আপনাদের অধীনে নাকি তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন - কোনটা লাভজনক আপনাদের জন্য?

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে মাননীয় আওয়ামী লীগ, আপনারা দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন করার ব্যবস্থা যদি বহাল রাখেন, তারপরে যদি সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করেন, এবং সেই নির্বাচনে যদি বিএনপি জয়ী হয়, তবে সুন্দরভাবে তাদের হাতে ক্ষমতা তুলে দিয়ে বিরল দৃষ্টান্ত স্থাপন করবেন। বাংলাদেশে গনতন্ত্র সমুন্নত হবে, আপনাদের ভূয়সী প্রশংসা করবে সুশীল-কুশীল ও নাগরিক সমাজ। দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা রেখে আপনারা যখন সংসদে বিরোধী দলের আসনে বসে বিশাল বিশাল জাতিয় মানের 'স্পিচ' দিবেন তখন আস্তে আস্তে বিএনপি দলীয় সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের সময় হয়ে আসবে। আপনারা কি নিশ্চিত বিএনপি সেই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করবে? আপনাদের আবার তত্ত্বাবধায়ক ব্যবস্থার জন্য রাজপথে আন্দোলনে নামতে হবে না তো? অতীত-ভেদিত দৃষ্টান্ত আমরা দেখেছি, আপনারা একটু সুদূরপ্রসারী নাটকটাও দেখে নিন। আপনারা নির্বাচন করবেন, না তত্ত্বাবধায়কের অধীনে করবেন - কোনটা লাভজনক এটা এখন আমাদের মফিজ গেদুও ভালোভাবে বুঝতে পারবে - আশা করি আপনারাও পারবেন।

হুদাহুদি দৃষ্টি অপসারণের চেষ্টা বাদ দিয়ে দলের মধ্যে তরুণ নেতৃত্ব তৈরী করুন, অসাম্প্রদায়িক রাজনীতির মুলমন্ত্র ঠিক করুন ও মুক্তিযুদ্ধের চেতনা অনুযায়ী তৃণমূল পর্যায়ে এসবের রাজনৈতিক প্রচারণা শুরু করুন। বিএনপি জোট ক্ষমতায় যদি আসেও তাদের জঙ্গী ভ্রাতারা অল্পদিনের মধ্যেই দেশে তালেবানী আলামত দেখাতে শুরু করবে। বাংলাদেশের মানুষ কিন্তু এইসব বাংলাভাই-টাই পছন্দ করে নাই। কিন্তু জেহাদীদের মাথায় অন্য কিছু ঢোকে না, ভোতা মাথায় তারা আবার ঐ একই কাজই করবে। সুযোগ আপনাদের হাতেই উঠিয়ে দেবে সময় ও পরিস্থিতি।

দলীয় সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা চালু রেখে নিজেদের ক্ষতি নিজেরাই করছেন না তো? ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.