আমাদের কথা খুঁজে নিন

   

ফেব্রুয়ারির চৌদ্দ তারিখ দুপুর বেলা দুটো পকেট ছিলো ফুটো।

নিজেরে হারায়ে দিগদিগন্তে খুঁজি- "আপনভোলা"

ফেব্রুয়ারির চৌদ্দ তারিখ দুপুর বেলা দুটো পকেট ছিলো ফুটো। আপন মনে হাটতে থাকি, ভাবতে থাকি যা তা মস্ত ব্যাং-এর ছাতা। ভালোবাসার এই দিবসে কি দেয়া যায় গিফট, পকেটে নাই কানাকড়ি পাইনা কাজের শিফট। অনেক ভেবে ভেবে, বের করলাম তবে- ভালোবাসার প্রকাশ কি আর হয় সাধারণ ফুলে? হৃদয়টা তাই খুলে দিলাম সাদা পাতায় তুলে। দূর আকাশের যে সিমানায় নীল সাগরের মেশা, সে অবধি নাও কুড়িয়ে আমার ভালোবাসা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।