আমাদের কথা খুঁজে নিন

   

""ভালোবাসা দিবস"" - ""আব্বা দিবস""- ""আম্মা দিবস"" - ""চূড়ান্ত জোকারি দিবস"" খি খি খি

ঘুনে খাওয়া হৃদয়টাকে নিয়ে চলতে চলতে আজকাল খুব ক্লান্ত লাগে নিজেকে..

পশ্চিমা ধান্দাবাজ উন্মাদগুলান কয়দিন পর পর এক একটা দিবস নামক শরবত বাইর করে, আর হুজুগে আমরা অবুঝের মতন অত্যন্ত উল্লসিত মনে তা গ্লব গ্লব গ্লব কইরা গিলতে থাকি। বর্তমান কর্ফোরেট হোয়ার্ল্ডে ঠিকা থাকার জন্য এই সকল শরবত অত্যন্ত কার্যকরী আর মহৌষধ। ভালুবাসা দিবসের শুভেচ্ছা, আব্বা দিবসের শুভেচ্ছা ইত্যাকার শুভেচ্ছা .. কার আগে কে দিবো তার ফ্রতিযোগিতায় সীমাহীন পাগলামোর নাজরানা দেখানোর লাগি সব্বাই ব্যস্ত হৈয়া পড়ে। এই সক্কল শুভেচ্ছা আদান-প্রদান-সম্প্রদান করাও নাকি স্মাটনেশের অংশ। সব্বাই এখন আপডেট থাকতে চায়, নিজের স্বকীয়তাকে বিসর্জন দিয়ে হলেও আপডেট থাকতে হবে, নইলে নাকি ফ্রতিযোগিতায় ফিছিয়ে ফড়তে হবে। ভালোবাসা দিবসসহ অন্যান্য অনেক ভিনদেশী পাগলামী দিবসগুলোকে আমরা অনেকেই নিজেদের চূড়ান্ত অনিচ্ছা সত্ত্বেও মন প্রাণ উজাড় করে ভালুবেসে চিক্কুর কইরা কইরা সব্বাইরে শুভেচ্ছা দিয়া বেড়াই। নিজের সাথে নিজের সংস্কৃতির সাথে ভন্ডামিতে লিপ্ত আমাদের ধীক্কার। আসুন সকলে অতীতের সকল রাগ, ঘৃণা, দ্বেষ, বিদেশ বুলে গিয়ে শুভেচ্ছা বিনিময়ে লিপ্ত হই

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.