আমাদের কথা খুঁজে নিন

   

বংলাদেশের পত্রিকা ভারতের কথা বলে কেন!!

চোখের আলো যেখানে কালো মনের আলো সেখানে আলোকিত...তাই আলোকিত মানুষ দেখার আশায় এই খানে আগমন....

হায়রে কপাল পুড়া জাতি আমরা, স্বাধীন হলাম ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে! এখনো পাই নি সেই রক্তের শোধ! এখনো আন্দোলন করতে হয় যুদ্ধাপরাধীদের বিচারের জন্য! এখনো আন্দোলন করতে হয় স্বাধীনভাবে কথা বলার জন্যে! পত্রিকাগুলোকে স্বাধীনতা দেয়া হয়েছে গনতন্ত্রের কথা বলে, তার মানে কি এই যে, স্বাধীন দেশে ভিন দেশের স্বার্থ রক্ষায় দালালী করে বেড়াবে আমারই পত্রিকা? দিন বদলের কথা বলে কি করতে চায় প্রথম আলো!! কুত্তা মতি কি চায় আমরা ভারতের প্রদেশ হয়ে যাই? আমার দেশে বিশ্বকাপ ক্রিকেট, হচ্ছে আরা খেলতেছি আমরা অনেক আশা নিয়ে, বিশ্বকাপ জিতার ক্ষমতা হয়ত বা নাই, তবে জিতবে না তা কি হয়? জিতার স্বপ্ন দেখি, জিততে ও পারি। আমার ক্রিকেটারদের কে বিশ্বকাপ জিতার জন্য প্রেরনা তো জোগাতে পারি! অথচ ১৩-০২-২০১১ এর প্রথম আলো দেখে আমি হতভাগ! ভাবছিলাম প্রতিদিন সব দেশের এক-একটা স্লোগান দিবে আর শেষে অহংকারের আমার এই দেশেরটা চরম ভাবে দিবে! না তা হয় নি, প্রথম আলো লিখলো "২৮ বছর কাপের অপেক্ষায় ছিলাম! আর না!" আর পিছনে শচিন আর কপিলের ছবি" এইসব তো মানায় ভারতের পত্রিকায়, এইটা ওদের স্লোগান, আমাদের না। কিন্তু প্রথমা আলো বাংলাদেশের পত্রিকা বলে জানি...এই পত্রিকা কেন ভারতের পক্ষে বলে? মতি কুত্তা কি মনে করে আমরা এমনিতেই খেলি বিশ্বকাপ, আসলে আমরা ভারতের প্রদেশ? দেশে এত রাষ্ট্রদ্রোহী মামলা হয় এইটার জন্য কি রাষ্ট্রদ্রোহী মামলা হয় না? এই পত্রিকা কি বন্ধ করা দেয়া দরকার না?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।