আমাদের কথা খুঁজে নিন

   

ভালোবাসা দিবসের কবিতা

Good

বুক ভরা ভালোবাসা মনসুর আজিজ যদি নিতে চাও দিতে পারি বুক ভরা ভালোবাসা নদী দিতে পারি চরাচর, পরিপাটি সবুজের সম্ভার তরু বীথিকা স্বচ্ছ হীরক নিটোল দিঘির জল যদি নিতে চাও দিতে পারি খোপায় গুঁজে কামিনী গোলাপ বেলী জুঁই চামেলী বকুলের মালা গলায় জড়িয়ে দিতে পারি; নিতে যদি চাও বাবুইয়ের বাসা ভরা গান দিতে পারি; নিতে যদি চাও লাল শাড়ি নীল পেড়ে রূপোর নূপুর রিনিঝিনি চুড়ি আলতা রাঙানো পথ করে দিতে পারি; নিতে যদি চাও যদি নিতে চাও, দিতে পারি সুরেলা বাঁশি গয়না নাওয়ের ছইয়ে বসে ঢুলু ঢুলু মন বালিহাঁস শটিবন পলি ভরা চর কুলু কুলু ধ্বনি, পাড় ঘেঁষে সারি সারি গাঁও ঘরবাড়ি গেরস্থালি উঠোন জুড়ে হাঁসের ছানার ছুটোছুটি যদি নিতে চাও দিতে পারি দুহাতে যুগল পায়রা উড়াতেও পারো, মেঘ কেটে নীল নীল সুনীল আকাশে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.