আমাদের কথা খুঁজে নিন

   

আপনার Smart Phone নেই কিন্তু কম্পিউটার আছে ।কম্পিউটারে “Tango” Download করে কথা বলুন, Smart Phone ওয়ালা বন্ধু/পরিচিত জনদের সাথে ।

কেমন আছেন সবাই ? আজ আপনাদের জন্য আমি পূর্বের মতো আবারো Tango নিয়ে হাজির হলাম । আমার পূর্বের Tango নিয়ে যে টিউনটি ছিলো, সেটি ছিলো শুধুমাএ বিশেষ করে কিভাবে আইফোনে Tango Download এবং Setting করা যায় । আর আজ যে টিউনটি, সেটি আমার iphone/ipad,Android,Windows phone,PC or Laptop ব্যবহারকারী বন্ধুদের জন্য । কারন আমার অনেক নকিয়া ব্যবহারকারী ভাইরা ভাবছেন আমরা মনে হয় Tango use করতে পারবো না । ভাবনাটা সত্যিই বটে তাদের জন্য যাদের এখনো Nokia lemo অর্থাৎ Windows ফোন নেই ।

আর যাদের Windows phone অথবা Smart phone নেই কিন্তু pc/Laptop আছে তারা এখান থেকে Download করে নিন । আর তদের জন্যই আমার আজকের এ টিউন । আর যাদের iphone/ipad,Android phone,Windows phone আছে এবং আপনার Pc/laptop আছে , তারাও এখান থেকে Download করে নিন । এবং আপনার মোবইলে যে মোবাইল নাম্বার এবং ইমেইল দিয়ে রেজিস্টার করেছিলেন এখানেও ওই মোবাইল নাম্বার,ইমেইল দিয়ে Submit করুন । তবে Pc/Laptop এ রেজিস্টারের সময় ভেরিপাই করতে হয় ।

আর তার জন্য আপনার মোবাইলে ভেরিফাই কোড দিবে এবং সে কোড দিয়ে ভেরিফাই করে নিন । অনেক সময় দেখাযায় কোড সাথে সাথে না ও আসতে পারে কিন্তু ধৈয্য ধরতে হবে কোডটির জন্য তবে নিরাশ হবার কোন প্রয়োজন নেই দু-একদিন অথবা তার বেশী সময়ও প্রয়োজন হতে পারে । কিন্তু ভেরিফিকেশন কোড আসবেই ।
Tango তে সবছেয়ে মজার ব্যাপার হলো এটিতে Facebook-এর মতো আপনী অপরিছিতদের বন্ধু বানাতে পারবেন এবং সে কতো কিলোমিটার দূরে আছে তাও এখানে চলে আসবে । তার জন্য Make Friends Nearby -তে পেয়ে যাবেন ।

এবং ঐ বন্ধুকে Friend Request অর্থাৎ Invite Message না দিয়েও ফোন অথবা message পাঠাতে পারবেন । তবে এটির যতো ধরনের সুবিধা আছে আমি আমার পূর্বের টিউনে বলেছি । প্রয়োজনে ওখান থেকে যেনে নিতে পারেন ।

সোর্স: http://www.techtunes.com.bd/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.