আমাদের কথা খুঁজে নিন

   

নাসিম গ্রুপ ইসলামিক ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতার উদ্বোধনঃ পুরস্কার ৩,২,১ লাখ টাকা

নিজেকে নিয়ে ভাবছি

নাসিম গ্রুপ ইসলামিক ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা গতকাল স্খানীয় একটি হোটেলে উদ্বোধন করা হয়েছে। এ প্রতিযোগিতার মাধ্যমে সারা দেশ থেকে সেরা তিনজন ইসলামিক ট্যালেন্ট খুঁজে বের করা হবে। প্রথম তিন লাখ টাকা, দ্বিতীয় দুই লাখ টাকা এবং তৃতীয় স্খান অধিকারী পাবে এক লাখ টাকা। এ ছাড়া চতুর্থ থেকে দশম পর্যন্ত প্রত্যেককে ৩০ হাজার টাকা পুরস্কার দেয়া হবে। প্রতিযোগিতার বিষয় হচ্ছে ক্বিরাত, তাফসির, হিফজুল কুরআন, ইসলামি গান ও উপস্খিত বক্তৃতা।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়েছে সাতটি বিভাগ থেকে ১৪০ জনকে ইয়েস কার্ড দেয়া হবে এবং তাদের নিয়ে ঢাকায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আব্দুর রউফ। মূল সংবাদ ধারাবাহিক অনুষ্ঠানটি ৬০ পর্বে ইসলামিক টিভিতে প্রচার করা হবে। প্রতিযোগিতার মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে ইসলামিক টিভি, নয়া দিগন্ত ও রেডিও আমার। প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি আব্দুর রউফ এ ধরনের আয়োজনের প্রশংসা করে বলেন, নৈতিকতার যে অবক্ষয় চলছে তা ঠেকানো না গেলে সেখান থেকে আমাদের আর ফিরে আসা সম্ভব হবে না।

আজ ইসলাম নিয়ে সারা বিশ্বে ভুল বোঝাবুঝি চলছে। এ থেকে বেরিয়ে আসতে জ্ঞানচর্চার কোনো বিকল্প নেই। অপসংস্কৃতির সমালোচনা করে বিচারপতি রউফ বলেন, কনসার্টের পেছনে বিরাট ব্যবসা আছে। সেটি হলো মাদকের ব্যবসা। কারণ কনসার্টের নামে স্টেজে যেসব আচরণ করা হয় তা কোনো সাধারণ মানুষের পক্ষে সাধারণ খাবার খেয়ে করা সম্ভব নয়।

সে জন্য তাদের দরকার হয় মদ জাতীয় বিশেষ খাবার গ্রহণ। আর দর্শকদেরও মাতিয়ে তুলতে প্রয়োজন হয় মদের। আলমগীর মহিউদ্দিন বলেন, মুসলমানরা যখন থেকে জ্ঞান-বিজ্ঞানের চর্চা ও গবেষণা বìধ করে দিয়েছে তখন থেকেই তারা পরাজয়ের মুখে পড়েছে। স্পেন বিজয়ের আগ পর্যন্ত মুসলমানরা কুরআন নিয়ে, জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন শাখায় গবেষণা করেছে, জ্ঞান সাধনা করেছে। কিন্তু একপর্যায়ে তা বìধ হয়ে যাওয়ার কারণে তাদের স্পেন হারাতে হয়েছে।

তিনি বলেন, নতুন জ্ঞান-বিজ্ঞান চর্চা তো দূরের কথা মুসলমানরা আজ নিজেদের গৌরবের কথাই নিজেরা জানে না। সাঈদ ইস্কান্দার বলেন, ইসলামিক টেলিভিশন সমাজের সাধারণ মানুষের কাছে ইসলামকে তুলে ধরার যে উদ্যোগ নিয়েছে তা থেকে কখনো পিছপা হবে না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.