আমাদের কথা খুঁজে নিন

   

ধূমপায়ী বাবাদের বীর্যের মাধ্যমে সন্তানের মধ্যে জীনগত ক্রটি সঞ্চারিত হতে পারে....

মিলন, ঢাকা
ধূমপানে ক্যান্সার হয়, এটা সর্বজনবিদিত। এবার কানাডার বিশেষজ্ঞরা জানালেন, শুধু ক্যান্সার নয়, ধূমাপায়ী বাবাদের বীর্যের মাধ্যমে সন্তানের মধ্যে জীনগত ক্রটি সঞ্চারিত হতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে ভবিষ্যত বংশধর। খবর কানাডার একটি পত্রিকার। কানাডার এনভারনমেন্টাল অ্যান্ড অকুপেশনাল টক্সিকোলজি বিভাগের মুটাজেনেসিস সেকশন অফ হেল্থ এর ডক্টর ক্যারোল ইয়াউক বেশ কিছু ইঁদুরের উপর গবেষণা চালিয়ে জানান, " আমরা লক্ষ্য করেছি ধূমপানের ফলে বীর্যকোষের ডিএনএ'র সিকোয়েন্স পরিবর্তিত হয়। যা সম্ভাব্য বংশধরদের ক্ষতি সাধন করতে পারে।

" ডক্টর ইয়াউকের গবেষণাটি 'ক্যান্সার রিসার্চ' সাময়িকীতে প্রকাশিত হয়েছে। সেখানে তিনি বলেন, "আমরা জানি ধূমপায়ী মায়েদের শিশুরা বিভিন্ন ক্ষতির শিকার হয়। তবে এখানে আমরা দেখতে পাই ধূমপায়ী বাবাদের কারণেও ভবিষ্যত বংশধররা বেশি ক্ষতির শিকার হয়। এমনকি ধূমপায়ী বাবারা তাদের জীবনসঙ্গী খুঁজে পাওয়ার আগেই এই ক্ষতির বীজ বপন করে রাখে নিজের শরীরে। " ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয় এবং হেল্থ কানাডার গবেষকদের সমন্বয়ে ড. ইয়াউক বেশ কয়েকটি ইঁদুরকে ৬ থেকে ১২ সপ্তাহ ধরে সিগারেটের ধোঁয়া দিয়ে পরীক্ষা করেন।

তাদেরকে প্রতিদিন দুটি সিগারেটের ধোঁয়া নিতে হতো। এই পরিমান ধোঁয়া একজন মানুষের গড় ধূমপানের সমান। এই গবেষণায় তারা দেখতে পান, ডিএনএ-এর কিছু অংশ যা 'এমএসসিক্স-এইচএম' নামে পরিচিত সেটার পরিবর্তনের হার বেড়ে গিয়েছে। ৬ সপ্তাহে সেই পরিবর্তনের হারটা অধূমপায়ী ইঁদুরের থেকে প্রায় এক দশমিক চার ভাগ চতুর্থাংশ বেশী। আর ১২ সপ্তাহ পর এটা বেড়ে গিয়ে দাড়ায় এক এক দশমিক সাত ভাগ।

ইয়াউক বলেন, "এ থেকে প্রতীয়মান হয় যে, এই পরিবর্তনের সাথে ক্ষতিটাও জড়িত। তাই যত বেশী সময় ধূমপান করবেন তত বেশি ডিএনএ-এর রূপান্তর হবে। আর তত বেশি ভবিষ্যত বংশধরদের ক্ষতির আশংকা বাড়বে। " তিনি বলেন, "যখন ধূমপায়ীরা বলেন যে বাবা হওয়ার পর তারা ধূমপান ছেড়ে দিবেন, তখন এর কোন মানে থাকে না। কারণ ধুমপানের কারণে তাদের ডিএনএ তে আগেই বিপর্যয় ঘটে যায়।

তাদের উচিত অন্ততপক্ষে বাচ্চা গর্ভে আসার আগেই তা ছেড়ে দেওয়া। " বিডিনিউজ টুয়েন্টিফোর
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.