আমাদের কথা খুঁজে নিন

   

ধূমপায়ী ভাই(বোন আছে কি না জানিনা)দের জন্য একটি পোস্ট

অনেক কিছু লিখতে ইচ্ছে করে,কিন্তু ভালো লিখতে পারিনা

আমরা সবাই কমবেশি ধূমপানের ক্ষতিকর দিক সম্পর্কে জানি,ধূমপানকে নিরুৎসাহিত করতে এই ব্লগে মাঝে মাঝে অনেকেই অনেক কিছু লেখে,কিন্তু তারপরও সব ক্ষতিকর দিকগুলো জেনেও আমরা অনেকেই ধূমপান ছাড়তে পারি না। তবে যাই হোক ধূমপানেরও কিছু কিছু উপকারী দিক আছে । তাহলে চলুন জেনে নেই ধূমপানের কিছু উপকারী দিক: ১। অধূমপায়ীদের তুলনায় ধূমপায়ীদের তথ্য বিশ্লেষণ (information process) ক্ষমতা দ্রুত হয়। ২।

নিকোটিন scopolamine(এর অর্থ আমি সঠিক জানিনা,তবে ক্ষতিকর কিছু একটা) ক্ষতি কাটিয়ে উঠতে সহায়তা করে। ৩। ধূমপান মানুষের motor skill বৃদ্ধিতে সাহায্য করে ৪। ধূমপায়ীরা অপেক্ষাকৃত দাঁতের অসুখে কম ভোগে। ৫।

ধূমপায়ীদের postoperative deep vein thrombosis(এর অর্থও আমি সঠিক জানিনা,কোন ডাক্তার ভাই পারলে একটু বলে দিয়েন) এ ভোগার সম্ভাবনা কম ৬। ধূমপায়ীরা অপেক্ষাকৃত কম hypertension e ভোগে। ৭। ধূমপায়ীদের রক্তের লোহিত কণিকায় অপেক্ষাকৃত বেশী পরিমাণ glutathione, catalase থাকে যা O2(dioxide) ক্ষতিকর দিক গুলো থেকে আমাদের রক্ষা করে। ।

৮। ধূমপায়ীদের পারকিন্স নামক রোগটা কম হয়। ৯। ননস্মোকারগুলা তুলনামুলক বেশি লুল-প্রজন্ম৮৬ এছাড়া আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলে যে ,ধূমপান কোষ্ঠকাঠিন্যের জন্য একটি উত্তম সমাধান। ধূমপায়ীদের বমি কম হয়।

আপনারা আরও যদি কিছু জানেন শেয়ার করবেন। সূত্রঃ Click This Link এতক্ষণ অনেক কষ্ট করে এই পোস্ট যারা পড়েছেন ,নেন এইবার একটা সুখটান দেন। leaf,benson সবই আছে ,যার যেইটা পছন্দ সেইটা খান যত খুশী

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.