আমাদের কথা খুঁজে নিন

   

যারা রাজনিতি করে দেশ সুন্দর করতে চায় তাদের প্রথমে উচিৎ রাস্তায় নেমে রাস্তা ঘাট পরিস্কার করে সুন্দর করা। যেমনটা করে দেখাচ্ছে মিশরীয় তরুন তরুনীরা।

পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/
১) অনেক ত্যাগ ধৈর্য আর পরিশ্রমের এই বিজয়। ২) স্বাধিনতা অর্জনের চেয়ে তা রক্ষা করাই যে কঠিন, তাই আর নয় শুধু শহিদদের নিয়ে শোক, হাতে তুলে নিতে হবে ঝাড়ু, দেশকে করতে হবে জন্জাল মুক্ত। ৩) তরুন প্রজন্মকেই যে এগিয়ে আসতে হবে প্রথমে। ৪) কলেজে ক্লাশের পাশাপাশি পরিস্কার করতে হবে কলেজের আঙ্গিনাও।

৫) তাহরীর চত্বর পরিস্কার করছে বিক্ষোভকারি তরুনেরা। ৬) শধু তাহরীর চত্বর মনে করে ভুল করবেন না, কায়রোর বিভিন্ন রাস্তায়ই দেখা যাচ্ছে এমন দৃশ্য। ৭) নিলনদের উপর তৈরি সিক্স অক্টবর ব্রিজের দুই ধারের চারটি স্টাচু পরিস্কার করছে তরুনেরা। ৮) আর নয় দেয়ালে পুস্টার, এবার সব উঠিয়ে ফেলতে হবে। মিশরীয় তরুনদের এই শৃঙ্খলবদ্ধ অহিংসার ও বিনা রক্তপাতের ঐতিহাসিক বিজয় দেখে বিশ্বগবেষকগন তার দেশের তরুনদের উদ্দেশ্য করে বলছেন, শিক্ষা নাও মিশরীয় তরুনদের থেকে।


 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.