আমাদের কথা খুঁজে নিন

   

নিলগিরি হয়ে বগালেক যেতে চাই, কিভাবে যাব? সাহায্য করুন।



আগামী ১৬ তারিখ থেকে বেশ কয়েকদিনের সরকারী ছুটি আছে। এই ছুটিটা একটু ঘুরে ফিরে কাটাতে চাই। বান্দরবান যাবার জন্য প্লান করছি। যারা এই ব্যাপারে যারা অভিজ্ঞ তারা দয়া করে একটু সাহায্য করেন। আমাদের ট্যুর প্লানটা নিন্মরুপঃ সদস্য সংখ্যা ৮/১০ জন।

ঢাকা থেকে সোজা বান্দরবান ও ২/৩ দিন অবস্থান সহ ঘুরাফিরা করা। তারপর ঢাকা ফেরা। বান্দরবানের মূল দুটি বিষয় দেখার প্লানঃ ১. নিলগিরি রিসোর্ট (বুকিং পাই নাই, আগামী ৩ মাস বুকিং হয়ে আছে) ২. বগালেকে যাওয়া। ও ১/২ রাত্রি যাপন। ৩. এই দুটি হলো মূল উদ্দেশ্যের সাথে পথে আরো যে সকল দর্শনীয় জায়গা পরবে সেগুলোও দেখার ইচ্ছা রইল।

যে স্থান গুলো সম্পর্কে শুধু নেট থেকে জেনেছি। প্রত্যক্ষ কোন অভিজ্ঞতা নেই। ৪. বগা লেক থেকে কেউকেরাডং যাওয়া যাবে কি? কত সময় লাগবে? (যদিও এটা মূল প্লানে নেই, যদি সময় পাওয়া যায় ও সবার ইচ্ছা হয়) রুট প্লানঃ ঢাকা থেকে ১৫ তারিখ সন্ধ্যা ৭ টায় যাত্রা শুরু। আশা করি বান্দরবান গিয়ে পৌছাব পরদিন সকাল ৭/৮ টায়। (যদি পথে দেরী না হয়) ১.বান্দরবান পৌছেই সকালের নাস্তা করার জন্য “রী শং শং” রেষ্টুরেন্ট এ যাওয়া।

নান্তা সেরে সকাল ১০ টায় নিলগিরির উদ্দেশ্য যাত্রা শুরু করা। ২. পথে যে সকল দর্শনীয় স্থান পরবে সেগুলো দর্শন করা। যথা ক্রমে সিরিয়ালি নিচের গুলো দেখার ইচ্ছা আছে। (সিরিয়াল ধরে করতে চাই। যাতে সময় বাচে ও সুবিধা হয়।

) ২.১ মেঘলা ও স্বর্ন মন্দির আগে দেখা হয়েছে (তাই এবার সেটা দেখতে যেতে চাচ্ছি না) ৩. প্রথমেই শৈলপ্রপাত (কি দেখতে হবে জানি না, বলে দিন। সম্ভবত ঝর্না ) ৩.১ শৈলপ্রপাত যাত্রা পথে নাকি একটা জায়গা পড়বে যেখান থেকে সাঙ্গু নদীর অনেকখানি দেখা যায়, অসাধারন একটা জায়গা। (জায়গাটার নাম কি কেউ জানাতে পারেন? এই জায়গাটা কি শৈলপ্রপাতের আগে না পরে পরবে?) ৪. তারপর চিম্বুক। ৪.১ এবার নীলাচল ৫. পথে পীক ৬৯ দেখা। (এখানে দেখার কি আছে) ৬. এখান থেকে মাঝে আর কিছু আছে কি? নীলাচলটা কোথায়? ৭. এবার নিলগিরি ৭.১ নিলগিরি দেখা প্রথম পর্ব শেষ এখন ২ য় পর্ব বগালেক যাত্রা পর্বঃ ৭.২ রাত্রি যাপন হিলসাইড রিসোর্ট , মিলনছড়ি।

৮ পরদিন সকালে মিলনছড়ি থেকে বের হয়ে রুমা রাস্তা ধরে এগুতে হবে। বগালেকের উদ্দেশ্যে। ৮.১. রুমা বাজারে আগে সদরঘাট পৌছাতে হবে। ৯. সদরঘাট থেকে রুমা বাজার পৌছানো। ১০. রুমা বাজার থেকে ১ ঘন্টার পথে রিজুক ঝর্না দেখা যাইতে পারে।

তার পর বগা লেকের উদ্দেশ্যে মূল যাত্রা শুরু। রুমা বাজারে আরো কয়েকটা কাজ করতে হবে| ১০.ক. এখান থকে গাইড ভাড়া করতে হবে। পাহাড়ী গাইড নিলে নাকি ভাল হবে। গাইড ভাড়া নাকি প্রতিদিন ৩০০ অফিশিয়াল ফিক্সট। বগা লেক ২ ভাবে যাওয়া যায়।

ক. গাড়ী পথে। সম্পূর্ন পথ গাড়ীতে যাওয়া যাবে না। শেষের ৪ কিমি হেটে যেতে হয়। খ. ঝিরি পথে। (পাহাড়ী নালা ধরে) উপরের প্লানে উপর ভিত্তি করে আমারদের কিছু জানার আছে।

যারা পূর্ব অভিজ্ঞ দয়া করে নিচের প্রশ্ন গুলোর উত্তর দিলে উপকার হয়। আর যদি আরো কিছু সাজেশন থাকে তা হলে তো আরো ভাল হয়। প্রশ্ন সমূহ: ১. আমাদের যাত্রা পথে বান্দরবান শহর থেকে নিলগিরি যাওয়ার পথে যে দর্শনীয় গুলো পর্যায় ক্রমে উল্লেখ করলাম তার সিরিয়ালটা কি ঠিক আছে কি না? ২. সিরিয়াল ঠিক না থাকলে কিভাবে সিরিয়ালি দেখতে গেলে সুবিধা হবে। সিরিয়ালটা বলে দিন। ২.১. বান্দরবান শহর থেকে নিলগিরি পর্যন্ত আমি যে গুলো স্থান উল্লেখ করলাম সেগুলো কি একই যাত্রা পথে পরবে? নাকি আমাদের পথ পরিবর্তন করে করে দেখে এগুতে হবে? ৩. নিলগিরি পর্যন্ত দেখার মত আর কিছু কি বাদ পরে গেছে কি? ৩.১ বাদ পড়লে সেগুলো কি কি ও সিরিয়ালের কোথায় কোথায় হবে? ৪. বান্দরবান শহর থেকে নিলগিরি পর্যন্ত উপরের সবগুলো স্থান দেখে যেতে কতটা সময় লাগতে পারে? ৫. বান্দরবান শহর থেকে নিলগিরি পর্যন্ত দূরত্ব আনুমানিক কত কিলোমিটার হবে? গাড়ীতে আনুমানিক কত ঘন্টা লাগে? ৫.১ নিলগিরি দেখে কি বগালেক ঔদিন যাওয় যাবে(সময় কুলাবে?), না রাতটা মিলনছড়ি থেকে গেলে ভাল হবে।

৬. নিলগিরি থেকে ফিরে রাস্তার কোন স্থান থেকে বগালেকের উদ্দেশ্যে যাত্রা শুরু করতে হবে? ৬.১ একদিনেই কি নিলগিরি দেখে বগালেক যাওয়া যাবে? এটা খুবই গুরুত্বপূর্ন প্রশ্ন। এটার উত্তর একটু জানান। ৭. বগালেকের উদ্দেশ্যে যাত্রা দিলে প্রথমে কি রুমা বাজার না সদরঘাট যেতে হবে। কোনটা আগে পরে হবে? ৮. রুমা বাজার হতে গাইড ভাড়া ও আর্মি ক্যাম্পে নাম লিখিয়ে কি বগালেকের উদ্দেশ্যে চুড়ান্ত যাত্রা শুরু করতে হবে? ৯. নিলগিরি থেকে বগালেক যেতে কতটা সময় লাগে? ৯.১ গাড়ি নিয়ে কি বগালেক পর্যন্ত যাওয়া যায়? ৯.২ গাড়ি নিয়ে গেলে কতটা সময় লাগতে পারে? নিলগিরি থেকে বগালেক? (যদিও গাড়ীতে যেতে চাই না) ৯.৩ নিলগিরি থেকে বগালেকের দূরত্ব কত কিলোমিটার হতে পারে? ১০. যদি ঝিড়ি পথে বগালেক যেতে চাই তা হলে আমাদের মাইক্রোটা কোথায় রেখে যেতে হবে? (আমাদের মূল উদ্দেশ্য ঝিরি পথে হেটে হেটে বগালেক যাওয়া, রিয়েল মজটা নিতে চাই। মাইক্রো নিয়ে যেতে চাই না।

গাড়ি রাখার নিরাপদ স্থান কোনটা হতে পারে?) ১১. নৌকা করে নাকি রুমা বাজার পর্যন্ত যাওয়ার একটা নদী আছে? নৌকা করে যাওয়া গেলে কোথা থেকে নৌকাতে উঠতে হবে? জায়গারটার নাম ও নৌকা ভাড়া কত হতে পারে? ১২. বগালেকে রাতে কোথায় থাকতে হবে? থাকার ব্যবস্থা কি? সেটায় কি সব সময় সিট পাওয়া যাবে? না আগে থেকে বুকিং দিতে হবে? ১২.১ যেখানে থাকব (বগালেক) সেখানে কি বিছানা পত্র পাওয়া যাবে? আর এই সময়ে রাতে তাপমাত্রা কেমন হবে? শীত লাগবে কি লেপ কম্বলএর প্রয়েআজন আছে কি? শীতের জামা কাপড় কি ধরনের নিতে হবে? ১২.৩ বিছানাপত্র না পাওয়া গেলে এগুলো কি আমাদের সাথে করে নিয়ে যেতে হবে? ১৩. পাহাড়ী গাইড হলে নাকি ভালো হবে? কোন গাইডের নাম কি সাজেশন করতে পারেন, যাকে নিয়ে গেলে ভালো হবে? তার সাথে যোগাযোগের উপায় কি বলে দিন। ১৪. ম্যালেরিয়ার জন্য আগে থেকেই কোন প্রতিষোধক ঔষধ খেতে হবে কি না? হলে সেটার নাম কি ও কতটা ট্যাবলেট খেতে হবে কি ভাবে, খাওয়ার নিয়মটা বলে দিন। দয়া করে যদি কেউ উত্তর গুলো দেন তা হলে উপকার হয়। আর কারো কাছে যদি বান্দরবানের আমাদের যাত্রা রাস্তার ম্যাপ থাকে দয়া করে লিংক বা ম্যাপটা দিবেন কি? কৃতজ্ঞতা স্বীকার: সৌম্য, দুখি মানব, কাঊসার রুশো, আমি কুমিল্লার পোলা, শুভ্র নামের ছেলে সহ আরো অনেকে যাদের ব্লগ পড়ে অনুপ্রেরনা পেলাম। ছবি গুলোও ব্লগের উনাদের ব্লগ হতে নেয়া।

বিঃদঃ আমার প্রশ্ন ধরে উত্তর গুলো যদি দয়া করে প্রশ্ন নং উল্লেখ করে দেওয়া হয় তা হলে উত্তরটা আমার বুঝতে সুবিধা হবে। (যেমন ৮.১ উত্তর..............) আর যদি আমার প্রশ্নের বাহিরে আরো কোন সাজেশন থাকে তা হলেও সেটা অবশ্যই বলবেন। একে বারে প্রথম যাচ্ছি তাই সবই অজানা।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।