আমাদের কথা খুঁজে নিন

   

বান্দরবান (নিলগিরি, বগালেক, রুমা, কেউকারাডং, যাদিপাই) ভ্রমন পরিকল্পনা দিয়ে সাহায্য করুন ।

বড় একা আমি নিজের ছায়ার মত শুন্যতার মত দীর্ঘস্বাস এর মত নিস্বঙ্গ বৃক্ষের মত নির্জন নদীর মত বিচ্ছিন্ন দ্বীপ এর মত মৌন পাহাড়ের মত আজীবন দন্ড প্রাপ্ত সাজা প্রাপ্ত আসামির মত বড় একা আমি বড় একা ।।।। ঈদ এর পরের পূর্নিমা বান্দরবানে কাটাতে পারি এমনভাবে যেতে চাইছি। কিভাবে প্লেন করলে ভাল হয়? ইচ্ছা আছে নিলগিরি, বগালেক, রুমা, কেউকারাডং, যাদিপাই পর্যন্ত যাওয়ার (মাঝখানে কি কি স্পট আছে জানাবেন, ওগুলা সহ দেখব) । নাফাকূম যাওয়ার ইচ্ছা থাকলেও সময়ের অভাবে সম্ভব না। শনিবার ভোরে বান্দরবান থেকে মিশন শুরু করে কিভাবে প্লেন সাজালে সময়ের সর্বোত্তম ব্যবহার করা যায় ? (বিঃদ্রঃ বুধবার সকালে ঢাকায় কাজ আছে)

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।