আমাদের কথা খুঁজে নিন

   

তুমি আমার ভীষণ খরায় মরা নদীর ঢেউ........তুমি ছাড়া পৃথিবীতে নেই আমার আর কেউ রে......



আজ ১২ ফেব্রুয়ারী। দিনা, তোমার হারিয়ে যাওয়ার ৭৩২ তম দিন। দু'টি বছর অতিবাহিত হয়েছে । অথচ দেখো মনে হয় কয়েক যুগ। এক সময় তুমি যখন আমার পাশে ছিলে, আমার ভালোবাসায় তোমার ভালোবাসা মিশিয়ে দিতে তখন সময় এতোই দ্রুত চলে যেতো যে এক একটা ঘন্টা মনে হতো এক একটা মিনিটের মতোই।

আর সময়ের আবর্তে তুমিহীনা ভালোবাসাহীনতায় আমার সময় যেনো পার হতে চায় না। সূর্যের অস্তমিত হবার পর যেমন দিনের আলো ঢাকা পড়ে যায় আধারে তেমনি নিকষ কালোতে ঢাকা আমার ভালোবাসাহীন তুমিহীনা। জানি, যে পথে তুমি চলে গেছো তা আর ফিরবার নয়। ঐ পথে কেউ আর ফিরে না। দিনা, আজ আমি ক্লান্ত....বিরহে কাতর।

প্রতিনিয়ত তোমার অনুপস্থিতির কৈফিয়ত চায় এ মন। হৃদয়ের অন্তস্থল থেকে ভূ-কম্পন উঠে। আতঁকে উঠি..... দিনা, তুমিহীনা আমার জীবন নদীতে কোন স্রোত নেই। নেই ভালোবাসার উত্তাল ঢেউ, আছড়ে পড়ে না হৃদয় তীরে। ভালোবাসার জেগে উঠে না কোন নতুন চর।

অস্থির সময়ে ভালোবাসার নিলাভ বিষে দংশিত আমি। ভালোবাসার মায়াবি বিষাক্ত ছোবলের বিষে ছেয়ে আছে গোটা দেহ-মন। শিরা-উপশিরায় বহে বিষের জ্বালাময় যন্ত্রণা। প্রিয় দিনা, আগামীকাল তোমাকে হারানো ৭৩৩ তম দিন। আমার আরেকটা যন্ত্রণার দিন... "তুমি ছাড়া বলো কে আর আছে গো এমন..... তুমি আমার ভীষণ খরায় মরা নদীর ঢেউ তুমি ছাড়া পৃথিবীতে নেই আমার আর কেউ রে......."


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।