আমাদের কথা খুঁজে নিন

   

দাড়ি হত্যাকারী



দাড়ি হত্যাকারী বন্ধুবর কবি আহমদ বাসিরের দাড়ি হত্যার প্রতিবাদে তোমার ফোন আমাকে উদ্বিগ্ন করেছে- শুনলাম এই মাত্র তুমি লালন করা দাড়িগুলোকে হত্যা করেছো হত্যা করেছো- বিদেশী ব্লেডের নিষ্ঠুরতায়। আহ! কি কষ্ট নিয়েই না চলে গেলো তারা ফিলিস্তিনীদের মতো উদ্বাস্তু হয়ে নিজেদের জমি থেকে। হে নিষ্ঠুর দাড়ি হত্যাকারী তুমি কি জানো ? যার একটুকরো জমি নেই সে কতোটা অসহায় তুমি কি জানো ? ও I have no land মানে কতো ফোঁটা অশ্র“জল। কিন্তু হায়! একটি বারও আগ্রাসী ব্লেডের ধারালো ‘সীমার’ বুঝেনি রিফুজি দাড়িদের- বাস্তুহারা এলিজি। http://afsarnizam.wordpress.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।