আমাদের কথা খুঁজে নিন

   

ইসলাম বিরোধীরা বুদ্ধিবৃত্তিক বিতর্কে ব্যর্থ হয়ে উস্কানিমূলক পোস্ট দিচ্ছে!!

ইসলাম সম্পর্কে আদর্শিক জ্ঞান না রেখে ইসলামকে সমালোচনা করা বোকামির সামিল ছাড়া আর কিছু নয়। এই কাজটি উৎসাহ ভরে করে যাচ্ছেন অনেকে। জামাত, তাহরীর বিরোধী সেজে এরা ইসলামের সমালোচনায় মুখর হয়ে ওঠেন এবং বাহবা পান সংকীর্ণমনাদের কাছ থেকে। মার্কস না পড়ে বামদের সমালোচনা করাকে আমি যুক্তিযুক্ত মনে করিনা। আদর্শিকভাবে ইসলাম না বুঝে ধর্ম হিসেবে ইসলামকে উপস্থাপন করা হচ্ছে জ্ঞানের সীমাবদ্ধতা।

ফরাসী বিপ্লবের কারণ রাষ্ট্রে ধর্মের ব্যবহার হিসেবে যারা ইসলামকে সমালোচনা করেন তারা সংকীর্ণতার উর্দ্ধে উঠতে পারেনি। কেননা তারা ভুলে গেছেন ঐ ধর্মের অপব্যবহার করেছে খৃষ্টান ধর্মযাজকেরা। এরা ভুলে যান হযরত ওমর (র.) এর সময় ইসলাম পৃথিবীতে সুপার পাওয়ার ছিল। ইসলামী ব্যবস্খায় ফিরে যাওয়া মানে রুটি আর খেজুর খাওয়া নয়। ইসলামে ফিরে যাওয়া, সেকেলে টেকনোলজিতে ফিরে যাওয়া নয়, তা শুধু ব্যবস্থায় ফিরে যাওয়া যে ব্যবস্থা পৃথিবীতে সুপার পাওয়ার হওয়ার যাবতীয় সব টেকনোলজি গ্রহণ করবে, এই সত্যটুকু সংকীর্ণমনারা উপেক্ষা করে ও বিভ্রান্তিমূলক পোস্ট দিয়ে লোকদের মধ্যে মিথ্যে ছড়ায়।

এদের জ্ঞানের পরিসীমা সীমাবদ্ধ। সর্বোচ্চ এরা মার্কস-হেগেল, প্লেটো-ম্যকিয়াভেলী, রুশো-ভল্টেয়ার পর্যন্ত বুঝে থাকেন। চিন্তা-দর্শন, চিন্তার প্রক্রিয়া, বৈজ্ঞানিক চিন্তা বনাম বুদ্ধিবৃত্তিক চিন্তা, আদর্শিক রাষ্ট্র বনাম ধর্ম রাষ্ট্র এই বিষয়গুলোতে এদের যথেষ্ট জ্ঞানের অভাব রয়েছে। যদিও এরা পন্ডিতের ভান করে কিন্তু পান্ডিত্য হাসিল করে এরা চিন্তাশূণ্য লোকদের মাঝে। গণতন্ত্র কত বছরের পুরনো (প্রাচীন গ্রীসে উদ্ভূত) রাজনৈতিক ব্যবস্থা তারা হয়তো তা না বুঝেই ইসলামের সাথে তুলনা করে ইসলামকে সেকেলে হিসেবে প্রমাণ করা প্রয়াস পায়।

ধিক এই সকল জ্ঞান পাপীদের!!! ধিক!!! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.