আমাদের কথা খুঁজে নিন

   

প্রধানমণ্ত্রীর বই রচনা এবং কৃপন অকৃতজ্ঞ বুদ্বিজীবি স্রম্পদায়



মাননীয় প্রধানমণ্ত্রী মহোদয় এবারের ২১শের বই মেলা উপলক্ষে একটি বই রচনা করেছেন বইটির নাম"সবুজ মাঠ পেরিয়ে" । বইটি পড়ার সুযোগ আমার হয়নি সেজন্য নিজেকে খুব ছোট মনে হয় । কিন্তু আমাদের দেশের বুদ্বিজীবি সম্প্রদায় এর লোকরা কি করলেন ? তারাতো এর প্রশংসায় দু কলম লিখতে পারতেন তাতো আমার চোখে পড়ল না । অথচ কিছু বুদ্বিজীবি লোককে প্রধানমণ্ত্রী তার সাথে আমেরিকা পযর্ন্ত ঘুরিয়েছেন এটাই কি প্রধানমণ্ত্রীর প্রতি ওনাদের প্রতিদান ? আর সামু ---ভাই/ বোনেরাও কি এত কৃপন যে তারাতো দু কলম লিখতে পারতেন ।যাকগে কারো কাছে বই থাকলে সামু -- তার কিছু অংশ তুলে ধরবেন ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।