আমাদের কথা খুঁজে নিন

   

সামুতে আমার কয়েকদিন

ক্যাচালমুক্ত ব্লগ চাই

প্রথমেই সামহোয়্যার ইন ব্লগের ব্লগারদের শুভেচ্ছা। আমি একজন নতুন ব্লগার। মাত্রই ১ সপ্তাহের কিছু বেশী হল এই ব্লগে জয়েন করেছি (যদিও এখন পর্যন্ত স্বাধীনভাবে কমেন্ট করার সুযোগ পাই নাই)। যাই হোক, ব্লগ লিখতে তো আর সমস্যা নাই। আমার গত কয়েকদিনের অভিজ্ঞতা থেকেই এই ব্লগের উৎপত্তি।

আমি মোটামুটি অনেক সময় ফেসবুকে কাটাতাম। অতঃপর কিছু সামু পোস্ট দেখে এই ব্লগে আমার একাউন্ট খুলি। ২-১ টা পোস্ট লিখে তেমন সাড়া পাই নি। তাই আমার অধিকাংশ সময় কাটতো অন্যান্য দের লেখা পড়ে। ব্লগের আনন্দে আমি মোটামুটি মজে গেছি।

ব্লগ আর মন্তব্য পড়ে কিছু বিশেষ পরিভাষা সম্পর্কে জ্ঞাত হই। যেমন টেকি পোস্ট। । এই পোস্টগুলো পড়ে আমি আমার কম্পিউটার সম্পর্কের জ্ঞান বাড়াতে পেরেছি। তাছাড়া ক্যামেরা সম্পর্কেও বহুত জ্ঞান পাইছি।

১৮++ জোক। । । (বয়স হইছে মামা। সুতরাং মজা পাইছি।

) তাছাড়া বই ও মুভি ডাউনলোডের অনেকগুলো লিংক পেয়েছি। সবচেয়ে কাজে লেগেছে GRE ও বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক পোস্টগুলো। আর ফডুপোস্টগুলোর কথা না বললেই নয়। গল্প, বিশেষ করে কবিতা প্রকাশের মঞ্চ হিসাবে সামুকে পেয়ে আমার মত মোসুমী কবিদের অনেক সুবিধা হয়েছে। তবে আমি অবাক হয়েছি সবচেয়ে বেশী এই কারনে যে, সামুতে রাজাকার ও আলবদর বাহিনীর দোহিত্র জামাতের উচ্চকন্ঠ এখানে প্রবল।

( চোরের মায়ের বড় গলা আর কি। ) সুতরাং ছাগু ( যারা ঃ এর মত ___ ছড়ায়। ) বাহিনীর স্পর্ধা দেখে আমি চমকিত। । যাই হোক, মোটামুটি সামুতে আমার এই কয়দিনের অভিজ্ঞতা অম্লমধুর।

ভবিষ্যতে সুস্থ সবল ব্লগিং করার প্রত্যাশায় সামু ব্লগারদের শুভেচ্ছা। । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।