আমাদের কথা খুঁজে নিন

   

মাসরাফি এবং সিডম্সের উত্তপ্ত বাক্য বিনিময়



একটি বেসরকারি টিভির নিউজে দেখলাম বাংলাদেশের সাবেক অধিনায়ক এবং কোচ সিডম্স এর উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। কোচ মাসরাফির ফিটনেসের ব্যপারে কথা বলতে গেলে মাসরাফি রেগে যান এবং ফিটনেস নিয়ে কোচের খবরদারি নিয়ে প্রশ্ন তোলেন। সাংবাদিকদেরকে মাসরাফি এধরনের কথাই বলেন। অবস্থা দেখে মনে হলো দলে স্থান না পেয়ে তিনি কোচের উপর মারাত্বক ক্ষুদ্ধ এবং এটা তার বহির্প্রকাশ। মাসরাফি বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার এটা নিসন্দেহে সবাই স্স্বীকার করবে এবং বাংলাদেশের বিশ্বকাপ দলে মাসরাফির মতো খেলোয়ার প্রয়োজন আছে এটাো সবাই স্বীকার করবে।

মাসরাফি বিশ্বকাপ দলে থাকলে আমরা সবাই খুশি হোতাম এটা সত্য পাশাপাশি এটাো সত্য যে আবেক দিয়ে দল গঠন হয়না । মাসরাফি পুরোপুরি সুস্থ নয় এবং তার চেয়ে বড় কথা হলো এখন তার ফর্ম খুব ভালো না (১০-৫১-০১) । মাসরাফিকে বাদ দিয়ে যে দল গঠন করা হয়েছে আমার দৃষ্টিতে তা যথার্থই হয়েছে। এ নিয়ে মাসরাফির এ ধরনের আচরণ করা উচিত না । আমরা দোয়া এবং কামনা করি মাসরাফি পুরোপুরি সুস্থ হয়ে এসে তার আগের স্থান ফিরে পাবে।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।