আমাদের কথা খুঁজে নিন

   

আসুন দেখি বিশ্বকাপ ক্রিকেটে ভারত আমাদের কি করতে পারে, আমরা কি করতে পারি, কে আমাদের জন্য বিপদের কারণ হতে পারে।

http://www.facebook.com/Kobitar.Khata

একসময় বাংলাদেশের কাছে নভোজিৎ সিং সিধু ছিল একটি জলজ্যান্ত আতঙ্কের নাম। বাংলাদেশের বিরুদ্ধে ও যা করেছে তা অন্য কোন ক্রিকেটার অন্য দেশের বিপক্ষে করেছে কিনা সন্দেহ আছে। বাংলাদেশের বিপক্ষে তার ইনিংসগুলো দেখুন। নভোজিৎ সিং সিধু- ৫০*, ১০৪*, ৫৬* DNV, ৪১ গড় ২৫১!!!!! বর্তমান সময়ে এসে দেখা যাচ্ছে গৌতম গম্ভির বাংলাদেশের জন্য ধারাবাহিক ভাবে বিপদের কারণ হয়ে উঠছে। বাংলাদেশের বিপক্ষে গৌতম গম্ভিরের ইনিংস গুলো দেখুন।

গৌতম গম্ভির- ১১, ৭১, ২১, ১০১, ১০৭, ৯০, ১৮, ৪১, ৮২ গড় ৬০.২২। শচিন বাংলাদেশের বিরুদ্ধে ধারাবাহিক। কিন্তু শচিন বলতে সারা দুনিয়া যা বুঝে তা কিন্তু সে বাংলাদেশীদের দেখাতে পারেনি। যিনি ওয়ানডেতে ৫০টি সেঞ্চুরী করে নিজেকে নিয়ে গেছেন আকাশ ছোঁয়া উচ্ছলতায় তার একটি সেঞ্চুরীও বাংলাদেশের বিপক্ষে নাই। ভাবতেই ভাল লাগে।

শচিন - DNV, ৪৮, ৩৩, ৩৬, ৮২*, ১৯, ৪৭, ৭, গড় ৫২। সৌরভ মনে হয় বাঙ্গালী হিসেবে আমাদের বেশ পছন্দই করেন। তা না হলে প্রায় একই জল হাওয়ায় বড় হওয়া সৌরভ কেন আমাদের বিপক্ষে আহামরি ভাল করতে পারেনি। সৌরভ গাঙ্গুলী - ৭৩*, ১১, ৭, ৩০, ৬০, ০, ২২, ৬৬, গড় ৩৮.৪২ বিরাট কোহলি মাত্র তিনটি ম্যাচ বাংলাদেশের বিপক্ষে খেলেছে। এই তিনটি ইনিংস দিয়ে সে কি বুঝাতে চাইল যে সে একালের নভোজিৎ সিং সিধু হতে চলেছে? বিরাট কোহলি- ৯১, ১০২*, ১১, আমার মনে হয় বাংলাদেশের বিপক্ষে সবচে বিপদের কারণ হতে পারে বিরাট কোহলি।

কারণ সে মারাত্মক একজন ক্রিকেটার। সে ব্যাট করার সময় মনে হয় যেন আউটই হবে না। যেমন ধরে খেলতে পারে তেমনি মেরেও খেলতে পারে। সেই সাথে সে গুড ফিনিসার। তাই বাংলাদেশ যদি প্রথমে ২/৩ টি উইকেট তুলেও নেয় তবে বিরাট কোহলি বাধা হয়ে দাড়াতে পারে।

আরো একজন আছে সে হলো ধনি। ধোনিও প্রায় কোহলির জাতের ক্রিকেটার। আর ইনিংসের শুরুতে বিপদের কারণ হতে পারে গম্ভির। সব মিলিয়ে আমার কাছে মনে হয় গম্ভির, কোহলি, ধোনি এই তিনজন বিপদের কারন হতে পারে। আর ইউচুপ পাঠান উরাধুরাকে তেমন গুনতির মধ্যে ধরছি না।

তবে তাকে অবশ্যই শুরুতেই ফেরাতে হবে। কারণ সে যদি ৩০ বল মোকাবিলা করে তবে ৪০+ রান করবে চোখ বন্ধ করে বলা যায়। শেওয়াগকে গুনতির মধ্যে ধরছি না। সে বাংলাদেশের বিপক্ষে সব সময় ''অর্ডিনারি'' তা ছাড়া অনেকদিন ইনজুরির সাথে লড়ছে। শচিনকেও গুনতির মধ্যে ধরছি না।

কারণ সে সেই ২০০* রান করা ম্যাচ থেকে ওয়ানডে দলের বাইরে। আফ্রিকার সাথে দলে ফিরলেও ২ ম্যাচ খেলে তেমন কিছুই করতে পারেনি। এরপর আবার ইনজুরিতে চলে গেছে। সব মিলিয়ে সে অনেকদিন ওয়ানডে ক্রিকেটর বাইরে। আর ভিতরে থাকলেও কি? সে আমাদের বিপক্ষে কি এমন হাতি ঘোড়া করে ফেলেছে? এটা শুধুই আমার নিজের একটি ভাবনা।

আশা করি মাঠে এইসব পরিসংখ্যান কোন কাজে আসবে না। টাইগারদের কাছে ধনিরা স্রেফ উড়ে যাবে এটাই ''সত্য''। সাকিব, তামিম, আশরাফুলরা কি করতে পারে সেটা না হয় নাই বলি। ১৯ তারিখের জন্য বরাদ্দ রাখলাম। ভারতকে বিশ্বকাপের এই ম্যাচে অনেক কিছুই দেয়ার আছে।

অনেক অপমান ও উপেক্ষার জবাব। তারা আমাদের প্রতিবেশী রাষ্ট্র হয়েও বাংলাদেশকে তাদের মাটিতে এখনো পূর্ণাঙ্গ ক্রিকেট সিরিজ খেলতে দেয়নি। যে খানে নাক উঁচু ইংল্যান্ড, অস্ট্রেলিয়া বেশ কয়েকবার সফর করা হয়ে গেছে। এছাড়া আছে সীমান্তে নির্বিচারে নিরিহ মানুষ হত্যার জবাব দেয়ার পালা। সব মিলিয়ে অনেক হিসাব নিকাশ জমা হয়ে আছে।

সব সুদে আসলে বুঝিয়ে দেয়ার জন্য আমরা প্রস্তুত। ১৯ তারিখ দেখা হবে। গত বিশ্বকাপের পর ভারতীয় ক্রিকেটারেরা ২/৩ মাস নিজের বাড়িতে ফিরতে পারেনি। এবার ইনশাল্লা ২/৩ মাস দেশে ফেরার পথ বন্ধ করে দেব।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.