আমাদের কথা খুঁজে নিন

   

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও শেয়ারবাজার কেলেঙ্কারির জন্যও নাকি বিরোধী দল দায়ী!!



দ্রব্যমূল্য বৃদ্ধি ও পুঁজিবাজার কেলেঙ্কারির জন্য বিরোধীদল দায়ী: প্রধানমন্ত্রী Click This Link ঢাকা, ৭ ফেব্রুয়ারি (শীর্ষ নিউজ ডটকম): দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও শেয়ারবাজার কেলেঙ্কারির জন্য বিরোধী দলকে দায়ী করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভায় প্রধানমন্ত্রী বলেন, বিরোধী দলের লোকজনই খাদ্য দ্রব্য মজুত করে দাম বৃদ্ধি করছে। আবার দাম বৃদ্ধির জন্য তারাই হরতাল ডেকেছে। একইভাবে তারা শেয়ার কেলেঙ্কারির জন্য দায়ী। সভা শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এসব কথা জানা। কিন্তু--- ১। কোন কারণ ছাড়াই যখন তখন বিরোধী দলের শীর্ষ নেতা সহ হাজার হাজার নেতা কর্মী গ্রেফতার করা হচ্ছে, হাস্যকর মামলায় রিমান্ডে নেয়া হচ্ছে অথচ প্রধানমন্ত্রীর ভাষায় "বিরোধী দলের লোকজনই খাদ্য দ্রব্য মজুত করে দাম বৃদ্ধি করছে" সেই বিরোধী দলের একজনকেও ওই অভিযোগে গ্রেফতার করা হলো না!? আর প্রধামন্ত্রীর অভিযোগ সত্য হলে দেশ চালাচ্ছে কে, সরকারী দল না বিরোধী দল? ২। এরপর প্রধানমন্ত্রী যদি জানেনই শেয়ার বাজারে কেলেঙ্কারির জন্য বিরোধী দল দায়ী, তাহলে তদন্ত কমিঠি গঠন করা হলো কেন? যারা দায়ী তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসলেই হয়। ৩। না কি এসব বলে প্রধানমন্ত্রী নিজের ব্যর্থতা ঢাকার জন্যই হাস্যকর কিছু কথাবার্তা অতীতের মতো বলেই যাচ্ছে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.