আমাদের কথা খুঁজে নিন

   

আল্লা' র মাল রে রাস্তায় দেখলাম

যারা উত্তম কে উচ্চকন্ঠে উত্তম বলতে পারে না তারা প্রয়োজনীয় মুহূর্তে শুকরকেও শুকর বলতে পারে না। এবং প্রায়শই আর একটি শুকরে রুপান্তরিত হয়।
মনে পড়ে এই তেলতেলে মালটারে? একদা রাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রী ছিলেন। আজকে যে রাজনৈতিক একটি দিন সেইটা বুঝলাম, গুলশান ১ নম্বরে তারে সরাসরি দেইখা। একই রকম তেলতেলে আছে।

সাথে ২-৩টা লোক। একসময়ের জাতীয় ভাঁড় রে সরাসরি দেইখা মনে হইল কইষা একটা লাত্থি লাগাই। এইটাই না কইছিল, "আল্লার মাল আল্লায় নিয়া গেছে"। ইনারে প্লেন থেইক্কা নামতে আর উঠতে যতটা দেখি ততটা প্লেনরেও উঠতে নামতে দেখিনা। ইনি দীপূমনি।

ইনিও এক মহান বানী দিছেন গতকাল। ক্রসফায়ার সিস্টেমের অংশ হয়ে গেছে। তার মানে ক্রসফায়ার বৈধ হয়ে গেছে? এইটারে যেদিন রাস্তায় পামু...ইচ্ছা করবো তখনি ক্রস ফায়ার কইরা দিতে। গতকাল জারজ পাট্টির বেজন্ম বেজন্মা খেলা দেখলাম। জারজ শিবিরগণ বিরাট উত্তেজিত।

ছবি দিয়া মইরা যাইতেছে। আমার আর ভাল্লাগেনা। আল্লাগো! তুমি এই মাল উঠায়া নিয়া যাও, দেশটারে একটু শান্তি পাওনের সুযোগ দাও। আল্লাহ তোমার মাল তুমি নিয়া যাও পিলিজ।
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.