আমাদের কথা খুঁজে নিন

   

সেন্সর বোর্ড বুঝে শুধু কাপড়ের দৈর্ঘ্য

রাজাকার আর তাদের উত্তরসুরিদের ঘৃণা করি

মাঝে বাংলা সিনেমা দেখলে সেন্সর বোর্ড নামক কিছু আছে বলে মনেই হতনা এতই অস্লীলতা ছিল। পরে আর্মি সরকার পুলিশ দিয়ে ঠেঙ্গিয়ে তা দুর করলো সেন্সর বোর্ড ও বদল হল। নতুন সেন্সর বোর্ড বুঝলো নায়িকার কাপড়ের দৈর্ঘ্য যত লম্বা সেই সিনেমা তত ভালো। সেই আগে যারা অস্লীল ছবি বানাতো তারাই নায়িকার কাপড়ের দৈর্ঘ্য বাড়িয়ে হয়ে গেল ভাল ছবির পরিচালক। আর আমাদের সেন্সর বোর্ড আমদের দিলেন তথাকথিত ভালো ছবি।কাপড়ের দৈর্ঘ্য মাপতে থাকা সেন্সর বোর্ডের কাছে ছবির বিষয় হয়ে দাড়িয়েছে গৌণ। আর উপরোক্ত কারনে মেহেরজানের মত ইতিহাস বিকৃত হয়েছ ভালো ছবি আর তাই পেয়েছ সেন্সর সনদ, এ আর দোষের কি! হায় আমাদের সেন্সর বোর্ড না হচ্ছে আধুনিক না হচ্ছে বুদ্ধিবিবেচক এদেশের চলচিত্রে এর থেকে ভালো আর কি হবে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.