আমাদের কথা খুঁজে নিন

   

উচ্ছসিত যৌবন, লাস্যময়ী রমনী, দজ্জাল শ্বাশুড়ী - ব্লগার ভাইয়েরা আর কি কি ভয় পান? পড়ুন আর জানুন, বাঁচুন। (১৮+ বোধহয়)

Speak no evil, hear no evil, see no evil.

ভাইরে, ভয় ব্যপারটা আমদের সবার মধ্যেই আছে। কলেজে তেলাপোকা ভয় পাওয়ার জন্য আমার মাথার উপরে পোলাপান তেলাপোকা বেঁধে রাখতো সবসময়! অনেকে আবার ভূত প্রেত ইত্যাদিও ভয় পায়। যা হোক এ পৃথিবীতে কত্ত রকমের আজব আজব ভয় যে আছে তা জানেন? সুন্দরীদেরকে ভয়, আইসক্রীম দেখলে ভয়, চুমু খেতে ভয় এমনকি ব্লগার ভাইদের নিজেদের জিনিষপত্র দেখলে ভয়! এরকম কিছু আজব ভয় বা Phobia কে জানুন এবং নিজের কি কি আছে তা নিয়ে ভাবুন! ১। নেংটু হবার ভয় (Gymnophobia) - এরা সবসময় নিজেকে নেংটু দেখা গেলো কিনা তা নিয়ে শংকিত থাকে। এরা অন্যকেও নেংটু দেখতে ভয় পায়।

নিজের শরীরের অপূর্ণতা বা অসৌন্দর্যকে এরা অনেক বড় করে দেখে। এরা জানেনা যে আমরা কেউই পারফেক্ট নই! সবাই যে আর ঐশ্বরীয়া বা টম ক্রুজ হতে পারে না তা তারা মানতেই চায়না! ২। কাজ করার ভয় (Ergasiophobia) - এরা আসলে ডিসকো বান্দরের মতো অলস না। এরা কাজ করতে চায় কিন্তু কোনো অজানা মানসিক কারনে কাজে হাত দিতে ভয় পায়! ৩। সুড়সুড়ী বা কাতুকুতুর ভয় (Pteronophobia) - এরা ছোটবেলা থেকেই সুড়সুড়ী খেয়ে খেয়ে বড় হয়েছে।

মারধোরের বদলে এদের বাবা মা সুড়সুড়ী দিয়ে শাসিয়েছে বলে এই ভয়টা সারাজীবনই এদের মধ্যে থাকে! ৪। ব্লগার ভাইদের জিনিষপত্র হঠাৎ খাড়া হয়ে যাবার ভয় (Ithyphallophobia) - এদের জিনিষপত্র কারনে অকারনে বাঁধ ভেন্গে বিনা নোটিশেই উচ্ছসিত হয়ে যায়। হতেই পারে। কিনতু ওটাকে ভয় পেলেই আপনার Ithyphallophobia আছে। এরা নিজেদেরকে আড়াল করার জন্য একাধিক অন্তর্বাস ও পড়ে এ সবসময় দু'পায়ের মাঝে নজর রাখে! ৫।

ব্লগার আপুদের রান্না করার ভয় (Mageirocophobia) - বিশেষত: আপুরা এই ভয়ে ভোগেন বেশী। এরা ভালো রাঁধুনীদেরকেও (যেমন সিদ্দিকা কবীর, হাজী বিরিয়ানীর হাজী সাহেব!) ভয় পান। তবে বেশী বেশী রান্নার কোর্স করলে এটা দূর হতে পারে বলে জানা যায়! ৬। পুতুলকে ভয় (Pediophobia) - ছোট বেলায় অনেক সময় বাচ্চারা পুতুলকে, বিশেষত: ভূতের পুতুল কে ভয় পায় এবং বড় হলেও এই ভয় তাদের যায় না। ফ্রয়েড এ সম্বন্ধে অনেক গবেষণা করছেন।

এটা Pedophobia বা Pediaphobia সাথে মিশিয়ে ফেলবেন না। Pedophobia বা Pediaphobia হচ্ছে বাচ্চাদেরকে ভয় পাওয়া! ৭। বসে থাকার ভয় (Cathisophobia) - এরা বসে থাকতে ভয় পায। পরীক্ষা বা ইন্টারভিউ দেবার সময় এ ভয়টা থাকলে মারাত্মক অবস্হা হতে পারে। আর সামুতে ব্লগিং করতে এসে এ ভয় থাকলে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বাংলা টাইপ করতে হবে! ৮।

শ্বাশুড়ীকে ভয় (Pentheraphobia) - ভাইরে, দজ্জাল শ্বাশুড়ীর খপ্পড়ে পড়ার আগেও এই ভয় হতে পারে! যদি চারপাশে সবসময় অন্যের দজ্জাল শ্বাশুড়ী দেখতে ঠাকেন তবে এই ভয় অবশ্যই জন্মাতে পারে! একটা কথা জানেন? Mother in Law কথাটা উল্টে পাল্টে সাজিয়ে লিখলে Woman Hitler হয়! ৯। কামনাময়ী সুন্দরীদের ভয় (Venustraphobia/ Caligynephobia) - ভাইরে, অনেক লোকজনই আছেন যারা সুন্দরীদের ভয় পান এবং এদের এড়িয়ে চলেন। সুন্দরীদের দেখলে এদের জিনিষপত্র শুকিয়ে কচ্ছপের মাথার মত ভেতরে ঢুকে যায! ১০। যৌন মিলনের ভয় (Coitophobia) - ভাইরে, এরা মুখে মুখে রাজা উজির মারতে পটু কিন্তু আসল কাজে বাতিল! তবে চিকিৎসা করলে এরা কিছুটা সুস্হ হতে পারে। এটা শারীরিক নয় বরং মানষিক সমস্যা! ১১।

সৎ মায়ের ভয় (Novercaphobia) - এটা মনে হয় বেশ স্বাভাবিক। সিন্ডারেলা গল্পের সিন্ডারেলার এই ভয় ছিলো আপনারা জানেন! ১২। নারী দেহকে ভয় (Eurotophobia) - এরা নারীর দেহের চৌম্বক অংশকে দারূন ভয় করে। এবং নিষিদ্ধ সিনেমা বা ছবি এরা কখোনই দেখে না! বোনাস ভয়: ১৩। সামু থেকে ব্যান খাবার ভয় (Samubanophobia/ Moduphobia) ভাইরে, ব্লগার হয়েছেন তো এই ভয় থাকবেনা তা কি হয়?! আপনারা কি বলেন?


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।