আমাদের কথা খুঁজে নিন

   

সালমানের মন্তব্যে উচ্ছসিত বিজেপি

গুজরাট দাঙ্গা নিয়ে নরেন্দ্র মোদীর ক্ষমা চাওয়ার দরকার নেই বলে মনে করেন বলিউড হিরো সালমান খান। সম্প্রতি একটি টিভি চ্যানেলে সাক্ষাতকার দিতে গিয়ে সল্লু বলেন, বিষয়টি আমাদের ব্যক্তিগত পছন্দ, অপছন্দের নয়। আদালত নরেন্দ্র মোদীকে নির্দোষ বলেছে। আদালতের এই রায়কে মেনে নিতে হবে।

সালমানের এ মন্তব্যে উচ্ছ্বসিত বিজেপি ও দলটির ভক্ত-সমর্থকরা।

তারা মনে করছেন, জনপ্রিয় এ নায়কের এমন মন্তব্যে ওই তারকার অগণিত ভক্তদের কাছে নরেন্দ্র মোদীর গ্রহণযোগ্যতা যেমন বাড়ল, তেমনি সংখ্যালঘু ভোটেও এর ব্যাপক প্রভাব পড়বে।

আপনি কি মনে করেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী পদের যোগ্য প্রার্থী? এমন প্রশ্নের জবাবে সালমান বলেন, "আপাতত আমি কিছু বলছি না। কারণ, সারা দেশে আমার অনেক ভক্ত রয়েছেন। আমি যদি এখানে কিছুটা একটা বলি, তা হলে আমার ভক্তরা হয়তো নিজেদের বিবেচনা অনুযায়ী ভোট দেবেন না। তাঁদের ব্যক্তিগত রাজনৈতিক পছন্দ-অপছন্দ থাকতেই পারে।

"

আগে একবার নরেন্দ্র মোদীর সঙ্গে ঘুড়ি উড়িয়ে খবরের শিরোনাম হয়েছিলেন বলিউড হিরো সালমান খান। এবার সরাসরি টিভি চ্যানেলে মোদীর সমর্থনে কথা বলায় অনেকেই মনে করছেন সালমান বুঝি এবার রাজনীতিতে নাম লেখাতে চলেছেন। সামনে সালমানকে রুপালী পর্দা ছেড়ে বক্তৃতার মঞ্চে দেখা যায় কিনা সেটাই এখন দেখার পালা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।