আমাদের কথা খুঁজে নিন

   

আত্নমগ্ন শয়তানের মুকাভিনয় ((ইমোবিহীন পোস্ট ।।। শয়তানের ইমো থাকে না ।। শয়তানির ইমো থাকে ))

ফুলটাইম ক্রুয়েল জোকার, পার্ট টাইম সিরিয়াস
১. আমাকে দিয়ে কিচ্ছু হবে না । । সবাই বলে । । যারা বলে তারা সবাই চলে গেছে ।

। তাদের অনেক কিছু হয়েছে । । আর, আসলেই আমার কিচ্ছু হয় নি ২. রিকশাওয়ালা বা বাসের কন্ডাকটর দু টাকা বেশি চাইলে দিই না । ।

তার কারণ দুটাকা বেশি নিলে হয়ত সবারটা মিলিয়ে এক কেজি চাল বেশি কিনতে পারবে। । কি দরকার তাকে দুটো টাকা বেশি দেবার । । কেউ যদি বুকে ছুরি ঠেকায় তাহলে যা আছে সব দিয়ে দিই ।

। তার কারণ, এগুলো বেচে সে নেশা করবে । । উপকারিকে সাহায্য করতে বিবেক (!!!) সায় দেয় না । ।

। তার কারণ সে উপকারি । । অপকারিতে দিয়ে দিতে বাধে না। ।

কারণ, সে সব কেড়ে নিতে জানে । । । ৩. আমরা কি সুন্দর সুন্দর পরিকল্পনা করি, আর উপরে বসে একজন মিটিমিটি হাসে । ।

৪. কথা দিয়ে কথা না রাখাটা আমার কাছে আর অন্যায় মনে হয় না । । তোমরা এর থেকে ভালো কিছু করার ক্ষমতা রাখোনা। ৫. আমি ভুক্তভোগী নই । ।

জাস্ট তোমাকে একটা সুযোগ দিয়েছি , আমার সাথে নির্ভেজাল অভিনয় করে যাবার জন্য বন্ধু । । এজন্যই লোকে জানে তুমি সফল । । আর আমি শান্ত ।

। ৬. আমার প্রিয় ফুটবল টাকে মনে হয় একটা সুদর্শন/সুদর্শনা বেইমানের মুখমন্ডল । । । তাই আমি সারাদিনের বেশিরভাগ সময়টা ফুটবলে কিক দিয়েই কাটাই ।

। ৭. শয়তানের পদাংক অনুসরণ করতে পারিনি । । । আর স্রষ্ঠার কথাতেও কান দেইনি ।

। তাতে আমার বা তাদের কখনো কোনো সমস্যা দেখা দেয় নি । । । ৮. মন না থাকলে কাউকে মানষিক আঘাত দেয়া সম্ভব না ।

। । মাঝে মধ্যে মানষিক ক্ষত গুলো আমি এখনো মানুষ আছি - এই ব্যপারটা স্মরণ করিয়ে দেয় । । ক্ষতগুলো পুরো শুকিয়ে গেলে, আমি আমার পশুত্বের পুজা শুরু করব ।

। ৯. ঘরে ফেরার জন্য পথে নামি নি । । একবার যখন নেমেই গেছি, তখন পথটাই ঘর । ।

আর ঘরটা পর । । ১০. স্বপ্ন দেখলে ঝিমুনি লাগে । । বাস্তবতা নেশা ধরিয়ে দেয় ।

। আমি তার কোনোটার জন্যই নিজেকে দায়ী ভাবি না । । ১১. মাফ করলে মাফ কর । ।

না পারলে ঘৃণা তো কর । । আমার নিজের দায়ভার ই যখন আমার না । । তখন কারো জন্য আমার কোনো দায়ভার নেই ।

। ... ১২. আমি আমার পায়ের শেকল ছেড়ার চেষ্টা করিনি । । । শেকলের অপর প্রান্তটা ছিড়ে নিয়ে চলে গিয়েছি ।

। আমিই শেকলের প্রভু। । যাকে ইচ্ছা বাধি , যার ইচ্ছা আমাকে ছাড়ে । ।

১৪. সময় কারো জন্য অপেক্ষা করে না । । আমিও সময়ের জন্য অপেক্ষা করি না । । সময়ের সাথে আমার চিরবৈরিতা ১৫. বিপদ যখন আসে, তখন আমার ধ্বংসপ্রার্থীর জন্য সুসংবাদ নিয়েই আসে ।

। তারা আমাকে দেখে । । আর আমি মজা দেখি । ।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।