আমাদের কথা খুঁজে নিন

   

বিদেশিরা কি ঢাকার রাজপথের সিগন্যালিং দেখে হাসবেন না ?

তবে তাই হোক, ক্লান্তিহীন তিল তিল আরোহনে সত্য হোক বিক্খুব্ধ এই জীবন _____

হাত পা দিয়েও কন্ট্রোল করতে পারছেন না ঢাকার ট্রাফিক পুলিশরা। এখানকার ট্রাফিক পুলিশদের রাস্তার যানবাহন নিয়ন্ত্রণে আনার ব্যাপারটি যদি কোনো বিদেশি পর্যটক বা বিশ্বকাপে অংশগ্রহণকারী খেলোয়াড় বা কর্মকর্তা একটু মনোযোগ দিয়ে দেখেন তা হলে না হেসে পারবেন না। ব্যাপারটি আপনারা সকলেই জানেন। বিশ্বকাপ ক্রিকেটকে সামনে রেখে অনেকে অনেক রকম মন্তব্য করছেন। মাঠ তৈরি থেকে শুরু করে রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন, মাঠ ও মাঠ সংলগ্ন জায়গায় অধিক হারে টয়লেট নির্মাণ, রাস্তাঘাটের সৌন্দর্য বৃদ্ধির ব্যবস্থাকরণ, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, সাধারণ দর্শকদের একটু খোলামেলা চলার সঙ্গে যানজট সমস্যা দূরীকরণের সঙ্গে ঢাকার রাস্তার ‘সিগন্যালিং সিস্টেম’ যদি কোনো বহিরাগত ঠিকমতো দেখেন তাহলে তারা চিন্তায় পড়বেন। সকলেই জানেন, রাস্তায় যে বৈদ্যুতিক সিগনালগুলো আছে তাতে সবুজ আলো জ্বললে গাড়ি যাওয়ার নির্দেশ আর লাল আলো জ্বললে নির্দিষ্ট জায়গায় গাড়িগুলোকে থামিয়ে রাখা। ঢাকায় কিন্তু তা সঠিকভাবে মানা হয় না। তার ওপর হাত সিগনাল দিয়েও যানবাহন নিয়ন্ত্রণ করা হয়। এ সব ব্যাপার আমাদের নৈমিত্তিক ব্যাপার হলেও বিদেশিদের কাছে ব্যাপারটি কেমন লাগবে, তা ভাববার। সুত্র

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।