আমাদের কথা খুঁজে নিন

   

গুলসানের ঐ রিয়া

বাংলা আমার দেশ।
ময়না কোকিল ভাল্লাগেনা, ভাল্লাগেনা টিয়া। ভাল বাসার পাখি আমার, গুলসানের ঐ রিয়া। রত্রি এলে জোনাক জ্বলে, তারায় তারায় হিয়া। সপ্ন দেখি রাতের বেলা, আমি তারে নিয়া।

ঘুম ভাইংগা চাইদেখি, আমি ঘুমাই খাটে। রিয়া তখোন টাংকি মারে, গুলসানে তার ফ্লাটে। নানান রকম বন্ধু তাহার, কেউ আবার আংকেল। রাতের বেলা বাতি নিভলে, সব একি এংগেল। ফুল বাগানে ফুলের মালি, ফুটায় কতো ফুল।

দেখে ছিলাম তারে নিয়া, স্বপ্ন তো নয় চোখের ভুল। আমি ছড়া লিখতে জানিনা, একটু আধটু চেষ্টা করি, ভুল করলে মাফ করে দিবেন।
 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.