আমাদের কথা খুঁজে নিন

   

প্রমিত বাংলা উচ্চারণ চর্চা...

বিশ্বটাকে সুন্দর করে সাজানোর জন্যই এত কথা বলি.. ।

সবাইকে এই ভাষার মাসে রক্তিম শুভেচ্ছা জানাই। বাংলা আমরা সবাই বলতে পারি! কারন এটা আমাদের মায়ের ভাষা। তবে আমরা বিভিন্ন জন বিভিন্ন এলাকার হওয়াতে ভাষা প্রকাশের ধরন, শব্দ ব্যবহার একেক এলাকায় একেক রকম, কিন্তু প্রমিত বাংলাটা সবার জন্য একই! অনেকেয় প্রমিত বাংলা শুদ্ধভাবে বলতে পারি না..যার কারনে আপনি স্মার্ট হওয়া সত্বেও ভাষায় লোকাল টান থাকার কারনে আপনাকে ক্ষেত বলা হয়! তাই সবার উচিত আমাদের প্রমিত বাংলাটা শুদ্ধ উচ্চারণের মাধ্যমে বলতে চেষ্টা করা। তাই আপনাদের কে একটা কৌশল জানাবো উচ্চারন ঠিক করার। আমাদের বাংলা ভাষার প্রধান অংশ হচ্ছে স্বরবর্ণ... অ আ ই উ এ ও এইগুলো...এইবর্ণ গুলো হচ্ছে শব্দ উচ্চারণের কেন্দ্র তাই আসুন এদের ব্যবহার আর চর্চা শুরু কর। আপনাদের সেই কবিতাটি মনে আছে! --------পাখি সব করে রব রাতি পোহালো -------কাননে কুসুম কলি সকলি ফুটিল"" এই লাইন দিয়েয় আমাদের উচ্চারণ চর্চা শুরু করি চলুন-- প্রথমে আ(া) দিয়ে শুরু করি,সবাই আমার সাথে সাথে বলেন. পাখা সাবা কারা রাবা রাতা পাহালা কানানা কাসাম কালা সাকালা ফাটালা"" এখন ই দিয়ে(ি)... পিখি সিবি কিরি রিবি রিতি পিহিলি কিনিনি কিসিমি কিলি সিকিলি ফিটিলি"" এখন উ(ূ)দিয়ে... পুখু সুবু কুরু রুবু রুতু পুহুলু কুনুনু কুসুমু কুলু সুকুলু ফুটুলু"" এখন এ(ে) দিয় পেখে সেবে কেরে রেবে রেতে পেহেলে কেনেনে কেসেমে কেলে সেকেলে ফেটেলে"" এবার ও(ো) দিয়ে.. পোখো সোবো কোরো রোবো রোতো পোহোলো কোনোনো কোসোমো কোলো সোকোলো ফোটোলো"" এভাবে নিয়মিত করলে হয়তো আপনার প্রমিত বাংলার উচ্চারণটা শুদ্ধ হতে পারে! তবে আজি শুরু করে দিন! চলেন সবাই একসাথে করি---- ""পাখা সাবা কারা রাবা রাতা পাহালা কানানা কাসাম কালা সাকালা ফাটালা"" পিখি সিবি কিরি রিবি রিতি পিহিলি কিনিনি কিসিমি কিলি সিকিলি ফিটিলি"" পুখু সুবু কুরু রুবু রুতু পুহুলু কুনুনু কুসুমু কুলু সুকুলু ফুটুলু"" পেখে সেবে কেরে রেবে রেতে পেহেলে কেনেনে কেসেমে কেলে সেকেলে ফেটেলে"" পোখো সোবো কোরো রোবো রোতো পোহোলো কোনোনো কোসোমো কোলো সোকোলো ফোটোলো""

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.