আমাদের কথা খুঁজে নিন

   

বার্সেলোনায় মেয়েদের বিশ্ব রেকর্ডের দিন

এক হাজার ৫০০ মিটারের পর ৮০০ মিটার ফ্রিস্টাইলেও বিশ্ব রেকর্ড গড়ে সোনা জিতেছেন ১৬ বছর বয়সী মার্কিন সাঁতারু কেটি লেডেকি। ৮ মিনিট ১৩.৮৬ সেকেন্ড সময় নিয়ে তিনি ভেঙেছেন বেইজিং অলিম্পিকে গড়া রেবেকা অ্যাডলিংটনের রেকর্ড (৮ মিনিট ১৪.১০ সেকেন্ড)।
এ আসরে ৪০০ মিটার ফ্রিস্টাইলেও সোনা জিতেছিলেন লেডেকি।
মেয়েদের ২০০ মিটার ব্যাকস্ট্রোকে চ্যম্পিয়নশিপ রেকর্ড গড়ে (২ মিনিট ৪.৮১ সেকেন্ড) সোনা জিতেছেন মার্কিন অষ্টাদশী মিসি ফ্রাংকলিন। এ নিয়ে এ আসরে তার মোট সোনার সংখ্যা হলো ৫।


মেয়েদের ৫০ মিটার বাটারফ্লাইয়ে সোনা জিতেছেন ডেনমার্কের জেনেট ওটেসেন। গত আসরে তিনি সোনা পেয়েছিলেন ১০০ মিটার ফ্রিস্টাইলে।
সকালে ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকের হিটে বিশ্ব রেকর্ড গড়েছিলেন রাশিয়ার ইউলিয়া এফিমোভা। কিন্তু তার ২৯.৭৮ সেকেন্ডের রেকর্ডটি টিকলো কেবল সন্ধ্যা পর্যন্ত। এ ইভেন্টের সেমিফাইনালে নতুন বিশ্ব রেকর্ড (২৯.৪৮) করেন লিথুনিয়ার রুতু মেইলুতাইত।


এর আগে ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকেও বিশ্ব রেকর্ড করেছিলেন এই ষোড়শী।
ছেলেদের ৫০ মিটার ফ্রিস্টাইলে সোনা জিতেছেন ব্রাজিলের সিজার সেইলো ফিলিও। টানা তিন আসরে এ ইভেন্টে সোনা জেতা প্রথম সাঁতারু হলেন তিনি।
চ্যাম্পিয়নশিপের সব আসর মিলিয়ে ব্রাজিলের এই তারকার ব্যক্তিগত সোনার সংখ্যা দাঁড়ালো ৬টিতে। ফলে সাঁতারের কিংবদন্তি মাইকেল ফেলপস, গ্র্যান্ট হ্যাকেট, অ্যারন পিয়েরসল আর ইয়ান থর্পের পাশে ঠাঁই পেলেন ফিলিও, যারা বিশ্ব চ্যাম্পিয়নশিপে ছয়টি বা তার বেশি ব্যক্তিগত পদক জিতেছেন।


ছেলেদের ১০০ মিটার বাটারফ্লাইয়ে সোনা জিতেছেন দক্ষিণ আফ্রিকার চ্যাড লি ক্লস।
মনটেনেগ্রোকে ৮-৭ গোলে হারিয়ে ছেলেদের ওয়াটার পোলেতে সোনা জিতেছে হাঙ্গেরি।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.