আমাদের কথা খুঁজে নিন

   

আড়িয়াল বিল ।। হায়! আমার আড়িয়াল বিল।।



: বাবা, তুমি এই সময়ে আমার কাছে. : বাপ, তার ছেলের কাছে আইব, সময় আর অ-সময় কিরে বেটা. : কি জন্য আইস, তা কইয়া তারাতারি চলে যাও, আমার তাড়া আছে। : তোর সাহস তো আকাশচুম্মী হইয়া গেছে, বাপের সাথে ও ব্যস্ততা দেখাস. : না মানে, আড়িয়াল বিল নিয়ে কয়েকটা প্রতিবেদন লেখে ব্যাপক সাড়া পাইছি, আজ ও একটা প্রতিবেদন লেখতাছিলাম সেজন্য কইলাম তোমারে আমার তাড়া আছে,,, বাবা তুমি তো দেখি অল্পতেই মাইন্ড করো.. : তুই, আড়িয়াল বিল নিয়ে যেসব লেখা লেখতাছ, তাতে তো তোর ভবিষ্যত অন্ধকার.. : আমার ভবিষ্যত অন্ধকার মানে, বুঝলাম না বাবা তোমার কথার অর্থ.. : সেজন্যই তো তোরে সাবধান করতে আইছি, বাপ বলে একটা দায়িত্ব আছে না আমার .. : বাবা, তোমার কথার আগা মাথা কিছুই বুঝতাছি না, আবার কইলা আমারে সাবধান করতে আইস... : বলতো আমরা কোন দেশে বাস করি, : বাবা এটা কেমন প্রশ্ন হইল... তুমি যেমন জান তেমন আমি ও জানি, বাংলাদেশে,,,,, : প্রশ্ন করার কারন তো অবশ্যই আছে,, শোন বাবা, লেখা লেখি বন্ধ কইরা চুপ কইরা থাক.. :: আমি প্রশ্ন করার মতো করে বাবার দিকে চেয়ে রইলাম. :: তুই আমার কথায় যতই অবাক হস না কেন, আসলে এতে অবাক হওয়ার কিছু নাই, কারন এক সময় দেখবি দু'পক্ষই সমযোতায় আসবে, তারা নিজেরা নিজেরা ঠিক হবে যাবে, কোলাকুলি কবরে, বড় বড় পার্টি হবে, খাওয়া দাওয়ার ধুম পরে যাবে... তখন তোদের মতো কারো দাওয়াত ও দিবে না,, উল্টো তারা সমযোতা হয়ে তোদের বিরুদ্ধে অ্যাকশন দিবে,.. তোদের নামে নানা ধরনের কেইস দিবে... মানে পাটা-পুটায় ঘষাঘষি মাঝ খানে মরিচ- হলুদের যেই অবস্থা তোদের ও সেই অবস্থা হইব.. সেইজন্যই তোরে সাবধান করে দিতে আইলাম... ( তুই চিন্তা করতাছ বাপ তো মইরা গিয়া জ্বালায়,... আসলে ছেলের প্রতি বাবাদের অনেক দায়িত্ব.. বেচেঁ থাকলে ও মরে গেল ও.. ) তুই বাপ হ.. বুঝতে পারবি... যাইরে বেটা.. ভালো থাকিস.. নিজের প্রতি খেয়াল রাখিস.. :

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.