আমাদের কথা খুঁজে নিন

   

সরকারের পদত্যাগ দাবি ও আড়িয়াল বিলে আন্দোলনের ঘোষণা খালেদার

কিন্ত যে সাধেনি কভু জন্মভূমি হীত স্বজাতির সেবা যেবা করেনি কিঞ্চিত, জানাও সে নরাধম জানাও সত্বর অতীব ঘৃনীত সেই পাষন্ড বর্বর

ভোট কারচুপি আর দেশ পরিচালনায় ব্যর্থতার অভিযোগে সরকার ও নির্বাচন কমিশনের পতদ্যাগ দাবি করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। একই সঙ্গে আড়িয়াল বিল ইস্যুতে জনগণের পক্ষে বিএনপিই আন্দোলন করবে বলেও ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার সন্ধ্যায় গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নেতারা দেখা করতে গেলে তিনি সরকার ও নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করে আড়িয়াল বিল ইস্যুতে আন্দোলনের ঘোষণা দেন। খালেদা জিয়া বলেন, ‘এ সরকার দেশ চালাতে ব্যর্থ। তার জনগণের কথা ভাবে না।

সীমান্তে ফেলানী হত্যার প্রতিবাদ করার ক্ষমতাও এ সরকারের নেই। তাই ব্যর্থতার দায় নিয়ে দুর্বল ও নতজানু সরকারের পদত্যাগ করা উচিৎ। ’ তিনি বলেন, ‘তিউনিশিয়ার রাষ্ট্রপতি দেশ ছেড়ে পালিয়েছেন। মিশরের রাষ্ট্রপতিও যায় যায়। এ সরকারের ক্ষমতা থেকে চলে যাওয়াটা সময়ের ব্যাপার মাত্র।

’ বি. বাড়ীয়া-৩ আসনের উপ-নির্বাচনে সরকারি দলের ভোট কারচুপি ও প্রশাসনকে দলীয় স্বার্থে ব্যবহার করার অভিযোগ তুলে তিনি বলেন, ‘এ সরকার ও নির্বাচন কমিশনের অধীনে কখনো সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন হয়নি, হবেও না। নির্বাচন কমিশনররা তাদের সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ, পক্ষপাতদুষ্ট আচরণ করেছেন। তাদের পদত্যাগ চাই। ’ আড়িয়াল বিল প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশের এতো সমস্যা থাকতে সরকার নতুন বিমানবন্দর নির্মাণ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। ওই এলাকার সকল মানুষ এর বিরোধীতা করছে।

’ তিনি বলেন, ‘আমাদের যে বিমানন্দর আছে তাই আমরা পুরোপুরি ব্যবহার করতে পারছি না। এ বিমানবন্দর শুধু নাম ও হাজার কোটি টাকা বরাদ্দ করে লুটপাটের জন্য করা হচ্ছে। অথচ এর প্রতিবাদ করায় ওই এলাকার মানুষের ওপর নির্যাতন চালানো হচ্ছে। ’ বিরোধী দলীয় নেত্রী বলেন, ‘আমি বলতে চাই-আমাদের নতুন বিমানবন্দরের দরকার নেই। এর কাজ এখনই বন্ধ করতে হবে।

এলাকাবাসীর সঙ্গে আমি একাত্মতা ঘোষণা করছি। এখন থেকে এই আন্দোলন জনগণের পক্ষে আমরা করবো। ’ তিনি বলেন, ‘যা দরকার নেই তার আমরা বিরোধীতা করবো। আর যা দরকার তা করলে আমরা অবশ্যই সরকারকে সহযোগিতা করবো। ’ এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, সুপ্রীম কোর্ট বার সমিতি সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, ঢাকা আইনজীবী সমিতি সভাপতি অ্যাডভোকেট ছানাউল্লাহ মিয়াসহ সারা দেশের জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নেতারা উপস্থিত ছিলেন।

সূত্র:বাংলানিউজটোয়েন্টিফোর


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.