আমাদের কথা খুঁজে নিন

   

কী লিখিব কী শুনাবো আজি সামুধামে!

জ্ঞান! জ্ঞান!! জ্ঞান!!!

আমি টুকটাক গান লিখি। সুর করি এবং বাজাই। কি বাজাই? অ্যাকুয়িস্টিক, বেস্, লিড গিটার, হারমোনিকা, হারমোনিয়াম, পিয়ানো, কি-বোর্ড, তবলা, ড্রামস এবং আরও অনেককিছু! আমাদের ‌-নক্ষত্র - নামের একটা ব্যান্ড আছে। বন্ধুরা মিলে গান করি। গান করতে এখানে সেখানে ছুটে বেড়াই।

আর স্বপ্ন দেখি। স্বপ্ন দেখি সুন্দর দেশ, সুন্দর পৃথিবীর। সেই সুন্দর দেশ ও পৃথিবীর স্বপ্নগুলোকে গানে গানে বলতে চাই। আমার, আমাদের স্বপ্নকে সবার পৃথিবীর সব মানুষের স্বপ্ন হিসেবে ছড়িয়ে দিতে চাই। পৃথিবীজুড়ে নক্ষত্রের আলো ছড়িয়ে পড়ুক।

মানুষ চূড়ান্তভাবে মানুষ হোক। মানুষের জীবনে মানুষের ভুবনে শান্তির ঝরনা-ধারা ঝরে পড়ুক...এই তো চাই!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।