আমাদের কথা খুঁজে নিন

   

কাঁদে এ পরিযায়ী মন কখন শেষ হবে এ ভ্রমণ

সকাল আর আসেনা গোলাপ হয়ে ফোটেনা কিশোরীর হাতে

১ আমি কি করে তোমার কাছে যাই বলো তুমি থাক এত যে দূর আমার নাগালের ওপার? তারপরও তোমার উদ্দেশ্যে তোমার দিকে পা বাড়িয়েছি কতদূরে গেলে তোমাকে পাব না জেনে কিছুই। এক পা সামনে এগিয়ে দু'পা সামনে এগিয়ে নিশ্চল দাঁড়িয়ে পড়ি ভরসা পাইনা কবে কখন কোথায় কতদূর আছো তুমি। নেশা চেপেছে বলে ফিরতে পারিনা বলো কতদূর গেলে তোমাকে পাব? একটুও আসে না আলো সামনে সুদূর অন্ধকার একটুও নেই বিজলীর ছটা এই অন্ধকারে কত রাত আরো কত রাত একা বিপন্ন পথিকের মত হেঁটে হেঁটে ক্লান্ত হব? ভোরের প্রতীক্ষায় বিনিদ্র রাত জেগে জেগে আমি কোনদিকে যাব সকাল আসেনা একটুখানি! আমি কি করে আমি কতদূর গিয়ে তোমাকে পাই বলো কতদূরে তোমার বসবাস আমার কাঙ্খিত মঞ্জিল। ২ কাঁদে এ পরিযায়ী মন কখন শেষ হবে এ ভ্রমণ জানিনা কখন । ঘুরে ফিরে পথ চলে ক্লান্ত দেখি এ যে পথের শেষ প্রান্ত সামনে ডাকে অন্ধকার। ফিরে আসার নেই নিয়ম তাই পারিনা ফিরতে ক্ষণে ক্ষণে পথের স্মৃতি তুলে ঝড় মনে পড়ে জনপদ, কোলাহল, বনানী প্রান্তর। মনে পড়ে সেই সাদাকালো সূচনা,আহারে অমলিন দিন তারপর দীর্ঘ পথ কতমুখ,কতসুখ,কতহাসি,কত দুখ এখন পথের শেষ প্রান্তে বসে একা সামনে ধেয়ে আসছে অন্ধকার। কাঁদে এ পরিযায়ী মন কখন শেষ হবে এ ভ্রমণ জানিনা কখন ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।