আমাদের কথা খুঁজে নিন

   

স্বপ্নের পথে এক পা, আসছে আমার প্রথম উপন্যাস- 'চন্দ্রাবতীর চোখে কাজল রং'

বন্ধ জানালা, খোলা কপাট !
প্রচ্ছদ : নির্ঝর নৈঃশব্দ্য Click This Link জাগৃতি প্রকাশনী স্টল, ১৯৬-১৯৭ ১. মানুষ তার স্বপ্নের সমান বড় ! যে ভদ্রলোক কথাটি বলে গেছেন, বেশ সাহসের সঙ্গে সত্য বলেছেন । স্বপ্ন থাকলে হাতের মুঠোয় স্বপ্ন ছোঁবার দুরন্ত কাঙ্ক্ষা আর নিরন্তর প্রয়াস জারি থাকে । স্বপ্ন ধরবার জন্য হাত বাড়ালে হাতটাকে যখন ছোট মনে হয়, চৌকাঠে ঝুলে-ঝুলে, ঝুলে-ঝুলে , হাতটাকে বড় করতে হয় । নিজের আয়াতনও বাড়াতে হয় । অবশ্য, আদনান সামী টাইপ আয়াতন না, তা ।

স্বপ্নের পথে পা বাড়ানোতো হলো । যেতে হবে বহু- বহুদূর ! Miles to go before I sleep..miles to go before I sleep. পথটা কন্টকাকীর্ণ, তবে অসাধ্য না । ২. চন্দ্রাবতী নামের কিশোরীটি যখন আমার মাথার ভেতর বসত গড়তে শুরু করে, রাত -বিরাতে তখন আমার ঘুম ছুটে যায় । আমি ছটফট করি । কাগজ -কলম নিয়ে বসি ।

চন্দ্রাবতী কলমে ধরা দেয়না । দিন যায়, মাথার ভেতর চন্দ্রাবতী ধীরে ধীরে বড় হতে থাকে । তার শরীর বাড়তে থাকে । ফ্রক ছেড়ে শাড়ি পড়তে শেখে । কিশোরী থেকে তরুণীতে পরিণত হয় ।

এরই মধ্যে ঘটে যায় ঘটনাগুলো । তার দুঃখ আমাকে দুঃখী করে তোলে । কলমে নেমে আসে সে । ৩. ২০০৮ এর একুশের বইমেলা চলছে তখন । সেই মেলাতে এলো ব্লগ এবং ব্লগের বাইরে সমান তালে লেখেন, এমন দু'জন ব্লগারের বই ।

আরিফ জেবতিক ভাই Click This Link এর 'তাকে ডেকেছিল ধূলিমাখা চাঁদ' এবং অমিত আহমেদ http://www.somewhereinblog.net/blog/aumitblog এর- নির্বাচিত গল্পের বই , 'গন্দম' । দুটি বই ই পাঠকপ্রিয়তা পেয়েছিলো । তখন প্রতিদিনই বইমেলার তরতাজা খবরে সরগরম ব্লগ । সে সময়ে, সসংকোচে 'চন্দ্রাবতী' প্রথম আত্মপ্রকাশ করতে শুরু করলো সামহ্যোয়ারইন ব্লগে । প্রথম কিস্তির পর সঙ্কোচ খানিকটা কাটলো ।

সুহৃদ সহব্লগার বন্ধুরা দারুণ অভ্যর্থনায় তাকে সাদরে বরণ করে নিলো । প্রকাশের ধারাবাহিকতা রক্ষার তাগাদাতে তাঁরা আঠার মতো লেগে থাকলো । তাঁদের আন্তরিক প্রেরণায় প্রাণীত হয়েই বোধকরি সে সময় চন্দ্রাবতীর মোটামুটি একটি রূপ দাঁড় করানো গিয়েছিলো । সে সময়ের অনেক ব্লগারই আজ আর ব্লগে নেই । সময়ের সাক্ষী হয়ে তাঁদের ব্লগ বাড়িগুলোই শুধু রয়ে গেছে এবং থাকবে ।

প্রিয় সুহৃদ, আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা । ৪. ফেব্রুয়ারী ২০০৮ এর ব্লগের চন্দ্রাবতী ফেব্রুয়ারী ২০১১ তে নতুন সাজে, নতুন রূপে, মলাটবদ্ধ হয়ে আসছে । মাঝের বছরগুলোতে চন্দ্রাবতী অনেক বেশী পরিবর্তিত, পরিবর্ধিত, পরিমার্জিত এবং পরিণত । উপন্যাসের চন্দ্রাবতী এবং তাঁর যেসব সহপাঠিনীরা তিনবছর আগে সর্বপ্রথম 'নারীর যৌন হয়রানী এবং ইভ টিজিং' এর বিরুদ্ধে সোচ্চার হয়েছিল, তীব্র প্রতিবাদ গড়ে তুলেছিল, যে আগুন ছড়িয়ে গিয়েছিলো প্রায় সবখানে, তারা কি সফল হয়েছিল ? তারা কি সফল হয়নি ? যৌন হয়রানী এবং নিয়ত টিজিং এর শিকার বাস্তবের 'চন্দ্রাবতীরা' কেমন আছে ?
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.